উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা যে কথা দিয়েছিলাম সে কথা রেখেছি। মানুষের কল্যাণ নয় বিএনপি ক্ষমতায় এসেছিল লুটপাট করতে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে রংপুরের পীরগঞ্জে আয়োজিত ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারী স্থিতিশীলতা চায় না। অগ্নিসন্ত্রাস আর জ্বালাও-পোড়াও বিএনপির আন্দোলন। তারা যেন বাস, ট্রাক আর ট্রেনে আগুন দিতে না পারে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
জনসভার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার দুপুরে রংপুরের তারাগঞ্জ উপজেলায় তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি কলেজ মাঠে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন। সেখানে তিনি রংপুরের মানুষকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একমাত্র নৌকা মার্কা ক্ষমতায় থাকলে দেশের উন্নতি হবে।
প্রধানমন্ত্রী বেলা ১১টার দিকে বাণিজ্যিক ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। তারপর সড়কপথে তারাগঞ্জের উদ্দেশে যাত্রা করেন। ছোট বোন শেখ রেহানাও তাঁর সঙ্গে রয়েছেন।