নির্বাচন সামনে রেখে থার্টি ফার্স্টে সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠা করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে আইনশৃঙ্খলাসংক্রান্ত সভা শেষে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যার পর দেশের কোথাও কোনো উন্মুক্ত স্থানে অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না। কারণ, ৭ জানুয়ারি নির্বাচন।
কেউ অনুষ্ঠান করতে চাইলে ইনডোর বা ঘরে করতে হবে। এ ছাড়া ফানুস ওড়ানো যাবে না বলেও জানান তিনি।
২৫ ডিসেম্বর খ্রিস্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান বড়দিন পালন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ২৪-২৬ ডিসেম্বর পর্যন্ত চার্চের আশপাশের এলাকায় গোয়েন্দা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান থাকবে। আর্চওয়ে, সিসি ক্যামেরা রাখতে বলা হয়েছে।
এরপরও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখলে ৯৯৯-এ ফোন দিতে অনুরোধ করেন আসাদুজ্জামান কামাল।