গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। নিবন্ধন নং – ৬০
Sunday, 19 May 2024

অপরাধমুক্ত সমাজ গড়তে হলে পুলিশের সঙ্গে জনগণকে সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই

নয়ন শর্মা -পটিয়া প্রতিনিধি

পুলিশ-জনতা ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় চট্টগ্রামের পটিয়ায় কমিউনিটি পুলিশং ডে পালিত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) সকালে পটিয়ার একটি কমিউনিটি সেন্টার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে পটিয়া চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বর্ণাঢ্য এক র্যালী বের করা হয়। র্যালীটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পটিয়া থানার আয়োজনে আলোচনা সভায় অংশ নেন অতিথিরা।

পটিয়া থানার ওসি প্রিটন সরকারের সভাপতিত্বে ও ওসি (তদন্ত) সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য দেবব্রত দাশ দেবু, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র অধ্যাপক হারুণুর রশিদ, কাউন্সিলর রুপক কুমার সেন, জিরি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম টিপু, হাইদগাঁও ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রাজ্জাক।

আলোচনা সভায় বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিং একটি সংগঠনভিত্তিক দর্শন ও ব্যবস্থাপনা, যা জনগণকে সম্পৃক্ত করে জনগণ ও পুলিশের অংশীদারিত্বের ভিত্তিতে সমাজে অপরাধ ভীতি হ্রাস ও বিভিন্ন সমস্যা সমাধান করা হয়। এটি একটি গণমুখী, প্রতিরোধমূলক এবং সমস্যা সমাধানমূলক পুলিশি ব্যবস্থা।

বক্তারা আরো বলেন, স্মার্ট বাংলাদেশ বির্নিমানে কমিউনিটি পুলিশং ব্যাবস্হাকে ঢেলে সাজিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কমিউনিটি পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের পুলিশের কাজে সহযোগিতা করার সুযোগ রাখা হয়েছে। বিশেষ করে অপরাধ বিরোধী সচেতনতা তৈরিই কমিউনিটি পুলিশিংয়ের অন্যতম মূল লক্ষ্য। বিশেষ করে বাল্যবিবাহ রোধ, ইভটিজিং প্রতিরোধ, জঙ্গিবাদ দমন, সন্ত্রাস দমন, মাদকের কুফল, নারী ও শিশু নির্যাতন, যৌতুক নিরোধ, মোবাইল ফোনের অপব্যবহার, সামাজিক মূল্যবোধ বৃদ্ধিসহ নানা গঠনমূলক সামাজিক কর্মকান্ড চালানো। যাতে সমাজ থেকে এ ধরনের অপরাধ দূর হয়। একই সঙ্গে মানুষ এ ধরনের অপরাধের বিষয়ে আরও বেশি সচেতন হয়। একই সঙ্গে জনগণ যেন এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হন এবং সাহস পান।

এমন নানা ইতিবাচক চিন্তাভাবনার অংশ হিসেবেই প্রতিবছর কমিউনিটিং পুলিশিং ডে পালন করা হয়। কারণ পুলিশ বাহিনীর একার পক্ষে সমাজ থেকে সব ধরনের অপরাধ দূর করা সম্ভব নয়। অপরাধমুক্ত সমাজ গড়তে হলে পুলিশের সঙ্গে জনগণকে সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই। এমনকি চলমান কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ-জনগণের মিথস্ক্রিয়ার ফলে পুলিশের কাজে জনগণের আস্থা, অংশগ্রহণ, সহযোগিতা ও অংশীদারিত্ব বেড়েছে।

এসময় আরো বক্তব্য রাখেন, হাইদগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রাজ্জাক চৌধুরী, উপপরিদর্শক সঞ্জয় কুমার ঘোষ, দয়াল হরি, উৎপল চক্রবর্তী, মোস্তফা আল মামুন, সহকারী উপপরিদর্শক আনোয়ার হোসেন, জিয়াউল হক জিয়া, কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদ প্রমুখ।

সর্বশেষ

ট্রাক চাপায় বীরমুক্তিযোদ্ধার মৃত্যুর ঘটনায় ট্রাকসহ ড্রাইভার গ্রেফতার

ট্রাক চাপায় রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা...

রাত ১২টা থেকে সমুদ্রে মাছ শিকার বন্ধ

সাগরে মাছের উৎপাদন ও প্রজনন বাড়াতে ইলিশসহ সব ধরনের...

রাউজানে বজ্রপাতে দুই গবাদি পশুর মৃত্যু

চট্টগ্রামের রাউজানে বজ্রপাতে কৃষকের দুই গরুর মৃত্যু হয়েছে। রোববার...

ফটিকছড়িতে বজ্রপাতে দগ্ধ যুবকের মৃত্যু

বজ্রপাতে দগ্ধ হয়ে ১২ দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে...

বান্দরবানে কেএনএফের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান, নিহত ৩

বান্দরবানের রুমা উপজেলার রনিন পাড়ার কাছে ডেবাছড়া এলাকায় কেএনএফের...

বাজারে থাকা এসএমসি প্লাসের সব ইলেক্ট্রোলাইট ড্রিংকস প্রত্যাহারের নির্দেশ 

মানবদেহের জন্য ক্ষতিকর  এসএমসি প্লাসের বাজারে থাকা সব ইলেক্ট্রোলাইট...

আরও পড়ুন

রাত ১২টা থেকে সমুদ্রে মাছ শিকার বন্ধ

সাগরে মাছের উৎপাদন ও প্রজনন বাড়াতে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ঘোষিত ৬৫ দিনের সমুদ্রে...

রাউজানে বজ্রপাতে দুই গবাদি পশুর মৃত্যু

চট্টগ্রামের রাউজানে বজ্রপাতে কৃষকের দুই গরুর মৃত্যু হয়েছে। রোববার (১৯ মে) বেলা ১১টার দিকে পূর্বগুজরা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের উত্তর গুজরা উচ্চ বিদ্যালয় সংলগ্ন জমিতে...

ফটিকছড়িতে বজ্রপাতে দগ্ধ যুবকের মৃত্যু

বজ্রপাতে দগ্ধ হয়ে ১২ দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে হেরে গেলেন মুহাম্মদ শামসুল আলম (৩৫)। শনিবার (১৮ মে) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু...

বাজারে থাকা এসএমসি প্লাসের সব ইলেক্ট্রোলাইট ড্রিংকস প্রত্যাহারের নির্দেশ 

মানবদেহের জন্য ক্ষতিকর  এসএমসি প্লাসের বাজারে থাকা সব ইলেক্ট্রোলাইট ড্রিংকস প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন বিশুদ্ধ খাদ্য আদালত। একই সঙ্গে বাজারজাতকারী একমি'র তানভীর সিনহাকে ১৬ লাখ...