ঠিক জমেছে কফির চুমুক
আমরা মুখোমুখি
তুমি আছো হৃদয় জুড়ে
স্বপ্ন আঁকি বুকি।
অনেক দিনের ইচ্ছে শুধু
তোমায় চোখে দেখা
কী সুনসান কফি হাউজ
আমরা তিনজন একা।
কফির ধোঁয়া উড়ছে ভারি
মধুর চেয়ে থাকা
তোমায় নিয়ে এই হৃদয়ে
কতো স্বপ্ন আঁকা।
কফি শপে ভাবনা উড়ে
তোমার হাতে হাত
যাকনা কেটে সারাটাদিন
কিংবা অনেক রাত।