গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। নিবন্ধন নং – ৬০
Monday, 6 May 2024

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালিত

চট্টগ্রাম নিউজ ডটকম:

বিপুল উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন জেলা ও উপজেলায় এ দিবসটি উপলক্ষে ঢাক-ঢোল, ব্যানার ও ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবরে :

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি: খাদ্য মন্ত্রনালয় সম্প্রর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার বলেন, ধর্ম  মানুষকে কল্যানের পথে নিয়ে যায় এবং মানুষকে ভালোবাসতে শেখায়। সৎ পথে থাকলে মানুষ অবশ্যই তাঁর স্রষ্টাকে লাভ করতে পারবেন।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বুধবার( ৬ সেপ্টেম্বর)  বিকেল  ৪ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি আরোও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। আজ তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ একটি অসাম্প্রদায়িক দেশ হিসাবে বিশ্বের বুকে মাথাঁ উঁচু করে দাঁড়িয়েছে।

বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ, কাপ্তাই উপজেলা শাখা  এই আলোচনা সভার আয়োজন করেন।

বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ, কাপ্তাই উপজেলা শাখার সভাপতি সুবর্ণ ভট্টাচার্যের সভাপতিত্বে সাংস্কৃতিক সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির উদ্দীন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন, কাপ্তাই উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা,   কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা,  বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কাপ্তাই উপজেলা শাখার সভাপতি দীপক কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু।

আলোচনা সভায় প্রধান ধর্মীয় আলোচকের বক্তব্য রাখেন শীলছড়ি ভক্তি বেদান্ত ছাত্রবাসের কো- অর্ডিনেটর শ্রী রাঘব প্রাণ গৌর দাস।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য।

এর আগে এদিন বেলা ৩ টায় কেপিএম কয়লার ডিপু হরি মন্দির প্রাঙ্গন হতে মঙ্গল শোভাযাত্রার বের করা হয়।  উলুধ্বনি, শঙধ্বনি, ঢাক, ঢোলের বাদ্যের সাথে সাথে নানা সাজে সজ্জিত হয়ে শত শত ভক্তরা এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন। মঙ্গল শোভাযাত্রাটি কেপিএম কয়লার ডিপু হরি মন্দির হতে শুরু হয়ে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে কাপ্তাই উপজেলা সদরে এসে শেষ হয়।

রাঙামাটির জেলা পরিষদ সদস্য অংসুইছাইন  এই মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই  শোভাযাত্রার উদ্বোধন করেন।

শুভাশীষ দাশ রামগড়( খাগড়াছড়ি) থেকে:

রামগড়ে বিশ্ব শান্তি কামনায় মঙ্গল শোভাযাত্রা,পূজা, কীর্তন, ধর্মীয় সংগীতানুষ্ঠান, সহ ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে রামগড় জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী বাড়ীর মন্দির হতে সনাতনী ধর্মালম্বীদের বর্ণাঢ্য শোভাযাত্রার বের করা হয়। রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিশ্ব প্রদীপ কুমার কারবারী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।পরে মঙ্গল শোভাযাত্রাটি কেন্দ্রীয় কালীমন্দির থেকে বের হয়ে পৌর শহরের মাষ্টার পাড়ার অধৈতধাম আশ্রম -গর্জনতলির লোকনাথ মন্দির – সুকেন্দ্রাই পাড়ার রামকৃষ্ণ মিশন – আবাসিক এলাকার শিতলা মন্দির ঘুরে আবার কালি মন্দিরে এসে শেষ হয়। এ সময় কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা রামেশ্বর শীল,নারায়ন মজুমদার,পৌর কাউন্সিলর শ্যামল ত্রিপুরা,কালীবাড়ি পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লিটন দাশ,ওয়াল্টন শো রুমের পরিচালক  বিশিষ্ট ব্যবসায়ী তাপস বিশ্বাস, ব্যাবসায়ী সাধন দে, সনাতন সমাজ  কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক দেবব্রত শর্মা,কার্বারী  অ্যাসোসিয়েশনের সভাপতি আনন্দমোহন খোকন,সাবেক কাউন্সিলর বিষ্ণু দত্তসহ বিভিন্ন  সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোভাযাত্রায় অংশ নেন। কালীবাড়ি মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাংবাদিক শুভাশীষ দাশ জানান, মঙ্গল শোভাযাত্রা ছাড়াও গীতা পাঠ ও প্রতিযোগিতা, সন্ধ্যায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত দশটায় শ্রীকৃষ্ণের পূজার অর্চনা ও বৃহস্পতিবার বিকেলে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের অনুষ্ঠান রয়েছে।অনুষ্ঠানে বিভিন্ন মঠ,মন্দিরের পুরহিত এবং সকল মন্দিরের পরিচালনা পর্যদের সদস্যবৃন্দসহ সহস্রাধিক সনাতনী ভক্তবৃন্দ অংশ নেয়ায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানানো হয়।

 

 

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও( কক্সবাজার) থেকে:  ঈদগাঁওতে সম্মানের সাথে উদযাপিত হয়েছে শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব ২০২৩। এ উপলক্ষে বৃহত্তর ঈদগাঁও কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে নানা কর্মসূচি। ঈদগাঁও উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ এসবের আয়োজন করে।

উৎসব উপলক্ষে সকালে ঈদগাঁও বাজারের প্রধান সড়ক ডিসি রোডে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

অন্য কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, প্রসাদ বিতরণ, প্রতিযোগিতা, গীতা পাঠ, ধর্মীয় ভক্তিমূলক গান, কুইজ, ভাগবতীয় আলোচনা ও শ্রীকৃষ্ণ পূজা।

জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি মাস্টার রতন কান্তি দের এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি কক্সবাজার জেলা সংসদের উপদেষ্টা জগদীশ শর্মা।

ধর্মীয় আলোচক ছিলেন রাধা দামোদর মন্দির ইসকনের (বান্দরবান- কক্সবাজার) অধ্যক্ষ শ্রীপাদ রাধা গোবিন্দ দাস ব্রহ্মচারী। মঙ্গল প্রদীপ প্রজ্জলক ছিলেন জেলা ব্রাহ্মণ সংসদের উপদেষ্টা কমলেন্দু আচার্য। উদ্বোধন করেন ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃণাল আচার্য। অতিথিদের মধ্যে ছিলেন ঈদগাঁও কেন্দ্রীয় কালী মন্দির পরিচালনা পরিষদের সভাপতি উত্তম রায় পুলক, সিনিয়র সহ-সভাপতি বাবুল কান্তি দে, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি জেলা শাখার সাবেক সভাপতি মাস্টার রাজন আচার্য, ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জিকু দাশ সুব্রত, জেলা গীতা শিক্ষা কমিটির অর্থ সম্পাদক মাস্টার সমীর রুদ্র, কেন্দ্রীয় কালী মন্দিরের সাধারণ সম্পাদক সুকুমার মল্লিক ও অর্থ সম্পাদক লিটন কান্তি দে। ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন কান্তি দে-র সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ঈদগাঁও জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রুপম আচার্য। শুভেচ্ছা বক্তব্য দেন অর্থ সম্পাদক অপূর্ব ধর।

এতে স্থানীয় জন্মাষ্টমী ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ সনাতন সম্প্রদায়ের বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

চকরিয়া থেকে : কক্সবাজার জেলার চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নে ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্টিত।  বুধবার বাংলাদেশ সনাতনী সেবক সংঘ ডুলাহাজারা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত দিনব্যাপী নানা অনুষ্টান মালার মধ্যে, সনাতনী ধ্বজ্বা উত্তোলন, মঙ্গল শোভাযাত্রা,আলোচনা সভা,ভোগারতি,মহা প্রসাদ বিতরণ,গীতা দান,নৃত্য অনুষ্টান উৎসাহ উদ্দীপনায় হাজারো নারী পুরুষের ঢল নামে, স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।

সকাল ১০ টায় মালুমঘাট কেন্দ্রীয় হরি মন্দির থেকে শোভাযাত্রা আরম্ভ হয়ে ডুলাহাজারা নতুনপাড়া কেন্দ্রীয় হরি মন্দিরে সমাপ্ত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান, শুভ উদ্বোধন করেন চকরিয়া উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা নন্দন পাল,বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র,ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কলিমুল্লাহ কলি,প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কক্সবাজার জেলা সাধারন সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক ও উন্নয়ন কর্মকর্তা সুধীর চন্দ্র দাশ। আরো বক্তব্য রাখেন-বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির চকরিয়া উপজেলা শাখার সভাপতি মাষ্টার মিলন কান্তি দে,মোমোরিয়ার খৃষ্টান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক -রণেন্দু বিকাশ দে,মাষ্টার বিজয় দে,৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বিজয় দে, নতুন পাড়া সমাজ কমিটির সভাপতি সাধন দে,মালুমঘাট হরিমন্দির উন্নয়ন কমিটির সভাপতি ডাঃ খোকন দে

বাংলাদেশ সনাতনী সেবক সংঘ ডুলাহাজারা ইউনিয়ন শাখার সভাপতি ডা সুমন নাথের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রুপন নাথের পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন – চকরিয়া উপজেলা সহ সভাপতি গোপাল দে,সাধারন সম্পাদক বিশ্বজিৎ বৈঞ্চব, সহ সাংগঠনিক সম্পাদক -শ্রীনন্দ দাশ,চকরিয়া পৌরসভা সভাপতি ফমল চৌধুরী,সাধারন সম্পাদক প্রভাষক বিপ্লব দাশ, কাকারা ইুউনিয়ন সভাপতি টুন্টু দাশ সহ ডুলাহাজারা ইউনিয়নের সকল নেতৃবৃন্দ, শিক্ষক বৃন্দ,অভিবাবাক মন্ডলী, ছাত্র-যুব পরিষদের নেতৃবৃন্দ, গীতা বিদ্যাপীট এর শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিল।

উক্ত সমগ্র অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- বাংলাদেশ সনাতনী সেবক সংঘের প্রতিষ্টাতা -শ্রী মনোরঞ্জন দে গণেশ।

কাপ্তাই ( রাঙামাটি)  থেকে:  সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বুধবার সন্ধ্যায় রাঙামাটির কাপ্তাই উপজেলার কেপিএম হরি মন্দিরে আলোচনা সভা  এবং ধর্মীয় আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।

কেপিএম কয়লার ডিপু শ্রীমদ্ভাগবত সংঘ এই অনুষ্ঠানের আয়োজন করেন।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য  অংসুইছাইন চৌধুরী।

শ্রীমদ্ভাগবত সংঘের সভাপতি উৎপল ভট্টাচার্য এর সভাপতিত্বে কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান  মোঃ নাছির উদ্দিন ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন মিলন, ইউপি সদস্য ডাঃ নীলকান্ত মল্লিক  কর্ণফুলী প্রকল্প শ্রী শ্রী হরিমন্দির এর সাধারণ সম্পাদক  তপন কুমার মল্লিক।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সুমন কুমার মল্লিক। এর আগে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

দুপুর ১টার মধ্যে তীব্র ঝড়ের আশঙ্কা আবহাওয়া অফিসের

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তীব্র বেগে ঝড় বয়ে...

চন্দনাইশ উপজেলা নির্বাচনের মনোনয়ন যাচাই-বাছাই, প্রার্থিতা বাতিল ১

চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে উপজেলা আওয়ামী লীগের...

সীমান্তে মাইন বিস্ফোরণে একজনের পা বিচ্ছিন্ন, আহত ৩ জন

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলী সীমান্তের ৪৭ নম্বর পিলার...

ফটিকছড়িতে এবার নির্বাচনী প্রচারণায় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার

ফটিকছড়ি উপজেলা নির্বাচনে প্রচারণায় অংশ নিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয়...

কর্ণফুলীতে বটি ও দায়ের কোপে যুবক আহত, স্বামী স্ত্রীসহ গ্রেফতার ৩

চট্টগ্রামের কর্ণফুলীতে কথা-কাটাকাটির জেরে আব্দুল্লাহ মামুন (৩৪) নামে এক...

১৫ বছরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, গত ১৫...

আরও পড়ুন

সীমান্তে মাইন বিস্ফোরণে একজনের পা বিচ্ছিন্ন, আহত ৩ জন

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলী সীমান্তের ৪৭ নম্বর পিলার এলাকায় স্থল মাইন বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের দুই পা বিস্ফোরণে বিচ্ছিন্ন হয়ে...

ফটিকছড়িতে এবার নির্বাচনী প্রচারণায় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার

ফটিকছড়ি উপজেলা নির্বাচনে প্রচারণায় অংশ নিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার। ৫ মে রবিবার দিন ব্যাপী আনারস প্রতীকের চেয়ারম্যান পদ প্রার্থী বখতিয়ার সাঈদ...

কর্ণফুলীতে বটি ও দায়ের কোপে যুবক আহত, স্বামী স্ত্রীসহ গ্রেফতার ৩

চট্টগ্রামের কর্ণফুলীতে কথা-কাটাকাটির জেরে আব্দুল্লাহ মামুন (৩৪) নামে এক যুবক বটি ও দায়ের কোপে আহত হয়েছেন। এ ঘটনায় স্বামী স্ত্রীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত...

কর্ণফুলীর জুলধা বিদ্যুৎ কেন্দ্রে দিন-দুপুরে চুরি করতে গিয়ে যুবক আটক, পুলিশে সোপর্দ

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার জুলধা বিদ্যুৎ কেন্দ্র এলাকার অভ্যন্তরে প্রবেশ করে চুরি করার সময় হাতেনাতে এক যুবক কে আটক করেছে সিকিউরিটি গার্ডের সদস্যরা। রোববার (৫ মে)...