অবশেষে বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক হয়েছেন সাকিব আল হাসান। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দেবেন দেবেন এই বাঁহাতি তারকা অলরাউন্ডার।
শুক্রবার (১১ আগস্ট) দুপুরে গুলশানের বাসভবনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অধিনায়ক হিসেবে সাকিবের নাম নিশ্চিত করেছেন।
বিসিবি সভাপতি বলেন, ‘এশিয়া ও বিশ্বকাপের জন্য অধিনায়ক সাকিব। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও অধিনায়কত্ব করবে। ও আসলে আমরা সিদ্ধান্ত নেব, তিন ফরম্যাটে অধিনায়ক থাকতে পারবে কিনা। গতকাল সাকিবের সঙ্গে কথা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা সাকিবকে নিয়ে কোন সিদ্ধান্তহীনতায় ছিলাম না। তিন ফরম্যাটে অধিনায়কত্ব কঠিন হতে পারে সাকিবের জন্য। তবে ও যদি পারে তাতে আমাদের সমস্যা নেই। কাল এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল দিবে। তামিম বিশ্বকাপে খেলবে কিনা আমি নিশ্চিত না।’
এর আগে গত মাসে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। এরপর প্রধানমন্ত্রীর অনুরোধে তিনি ওয়ানডে দলে ফেরত এলেও অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান।
গত ৩ আগস্ট বিসিবির সঙ্গে বৈঠক শেষে পাপনের বাসভবনের গ্যারেজে সংবাদ সম্মেলন করেন তামিম ইকবাল। সেখানেই ওয়ানডে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি। এরপর অবশ্য নতুন ওয়ানডে অধিনায়ক ঠিক করতে বেশি সময় নেয়নি বিসিবি।