Friday, 18 October 2024

কর্ণফুলীতে জমি নিয়ে বিরোধে বসতবাড়ি ভাঙচুর, নারীসহ আহত ৪

চট্টগ্রাম কর্ণফুলীতে জমি নিয়ে বিরোধের জের ধরে বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও মারধর করে নারীসহ ৪ জনকে মারাত্মকভাবে আহত করেছে প্রতিপক্ষরা।

মঙ্গলবার (১৫ জুন) বিকেলে বড়উঠান ইউনিয়নের (৫নং ওয়ার্ড) শাহমীরপুর গ্রামের সিকদার বাড়িরতে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন-মোঃ লোকমান (৫৫), মোঃ ফোরকান (৫০), মোছাঃ লুৎফুন্নেছা (৪৬) ও জিন্না আক্তার ৩২।

এদিকে, ভাংচুর ও হামলার ঘটনায় ১০ জনকে অভিযুক্ত করে কর্ণফুলী থানায় একটি লিখিত অভিযোগ (১২৮২) দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মোঃ দুলাল মাহমুদ।

মারামারির ঘটনায় পাশের বাড়ির লোকজন এগিয়ে আসলেও প্রতিপক্ষের লোকজন দ্বারা তাঁরাও হামলার শিকার হয়েছেন বলে জানা যায়। এলাকায় এ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

গুরুত্বর আহত মোঃ লোকমান বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন চমেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।

এলাকাবাসী ও থানার অভিযোগ সূত্রে জানা গেছে, কর্ণফুলীর বড়উঠান এলাকার জনৈক হাজী ফয়েজ আহম্মেদের ছেলে মোঃ লোকমান এর সাথে পার্শ্ববর্তী আব্দুল মজিদ ও আব্দুল আজিজ প্রকাশ জুনুদের সাথে জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার হামলা, পাল্টা হামলা ও হুমকি দমকির ঘটনা ঘটে।

ঘটনার দিন বিকালে মোঃ লোকমানদের বাড়ির পিছনে থাকা পুকুরে কাজ করতে গেলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হলে ঝগড়া হয়। এক পর্যায়ে উত্তেজনার পরিস্থিতি চলাকালে আব্দুল মজিদের নেতৃত্বে ১০/১৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বসতবাড়িতে হামলা করে। এ সময় তারা নারী পুরুষের উপর হামলা করে মারাত্মকভাবে আহত করেন। একপর্যায়ে হামলাকারীরা ঘরের বিভিন্ন মালামাল নির্বিচারে ভাংচুর ও বসতবাড়ির ছালের টিনসহ খুলে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করেছেন। হামলকারীরা দীর্ঘদিন যাবত নানান হুমকি দমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছেন। এমনকি প্রতিপক্ষের বখাটে ছেলেরা প্রায় সময় লোকমানের মেয়েদের রাস্তাঘাটে উত্যক্ত করেন বলে অভিযোগ করেছেন।

অভিযুক্ত আব্দুল মজিদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ থাকায় প্রতিক্রিয়া জানা যায়নি।

অভিযোগকারী তদন্তকারী কর্মকর্তা কর্ণফুলী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ সিরাজ জানান, ‘যতদুর জেনেছি দীর্ঘদিন যাবত জমির বিরোধ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো। যার জের ধরে আজ বিকেলে মারামারির ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

শাহমীরপুর পুলিশ ফাড়ির আইসি মোঃ নাছির উদ্দিন জানান, ‘বসতবাড়িতে হামলার খবর পেয়ে ওসি স্যারের নির্দেশে তাৎক্ষনিক পুলিশ (মোবাইল টিম) পাঠিয়ে আহতদের উদ্ধার করে মেডিকেলে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে ‘

সর্বশেষ

চট্টগ্রামের সাবেক প্যানেল মেয়রের গোডাউন থেকে বিপুল ব্যান্ডরোল উদ্ধার

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্যানেল মেয়র ও ২৫...

হাসপাতাল থেকে হতাহতের তথ্য-প্রমাণ লোপাটকারীর শাস্তি দেবে সরকার

জুলাই-আগস্টে ছাত্র-জনতার বিপ্লবের সময় আহত ও নিহত ব্যক্তিদের তথ্য...

যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন কেটে গেছে: পররাষ্ট্র উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েন কেটে গেছে বলে মনে করছেন...

প্রত্যেক শহিদ পরিবার পাবে ৩০ লাখ টাকা সহায়তা

জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত প্রত্যেক শহিদ পরিবারকে পূর্ববাসনের জন্য...

পারকি সৈকতকে ঘিরে হাতে নেওয়া হচ্ছে মাস্টারপ্ল্যান  : চট্টগ্রাম জেলা প্রশাসক 

আনোয়ারা পারকি সৈকতকে আরও আকর্ষণীয় করতে বিভিন্ন মাস্টারপ্ল্যান হাতে...

সমন্বিত উদ্যোগে জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন সফল করা হবে : সিভিল সার্জন 

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেছেন, জরায়ুমুখ...

আরও পড়ুন

সমন্বিত উদ্যোগে জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন সফল করা হবে : সিভিল সার্জন 

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেছেন, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের লক্ষ্যে সারাদেশের ন্যায় আগামী ২৪ অক্টোবর বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম জেলায় অনুষ্টিত হবে মাসব্যাপী...

নগরীতে ব্যাটারিচালিত অটোরিক্সা চালক হত্যাকাণ্ড: ৪ খুনী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় ব্যাটারি চালিত অটো রিক্সা চালক কে হত্যার পর অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাত ২৪ ঘন্টার টানা অভিযানে...

সাদিয়া’স কিচেনকে লাখ টাকা জরিমানা

নগরীতে খাবারে অনুমোদনহীন কেমিক্যাল ব্যবহার, ফ্রিজে বাসি রান্না করা ভাত, গ্রিল ও বিভিন্ন ধরনের রান্না এবং ভাজি করা মুরগির মাংস সংরক্ষণ করার অভিযোগে সাদিয়া’স...

চট্টগ্রাম বন্দরে ১২ যানবাহনে সোয়া লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম বন্দর অভ্যন্তরে ফিটনেস ও প্রয়োজনীয় কাগজপত্র বিহীন গাড়ি চালানোর দায়ে এভারেস্ট এন্টারপ্রাইজ নামে প্রতিষ্ঠানের ১২ যানবাহনকে প্রায় সোয়া ১ লাখ টাকা জরিমানা করেছেন...