চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্যানেল মেয়র ও ২৫ নম্বর রামপুরা ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সবুর লিটনের রমনা আবাসিকের বাসা থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট পেপার ও অবৈধ সিগারেট স্ট্যাম্প জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা এবং কাস্টমস ভ্যাটের একটি টিম।
আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে এক বিশেষ অভিযানে রমনা আবাসিক এলাকার আল ফরিদ ভবন থেকে এসব জব্দ করা হয়।
এ গুদামটির মালিক চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) সাবেক কাউন্সিলর আবদুস সবুর লিটন ও তার ভাই আব্দুল মান্নান খোকন।এ ভবনের পাশেই আপন নিবাসে স্বপরিবারে বসবাস করতেন লিটন ও তার ভাই।
জানা গেছে, পুলিশকে সাথে নিয়ে কাস্টমসের দলটি রমনা আবাসিক এলাকার মসজিদ গলির আল ফরিদ ম্যানসনের নিচ তলার দুটি ঘরে তল্লাশি চালায়। অবৈধভাবে গোডাউন বানিয়ে সেখানে রাখা বিপুল পরিমাণ সিগারেটের ব্যান্ড রোলগুলো জব্দ করে কাস্টমসের ভ্যাট কমিশন টিম। উদ্ধার করা ব্যান্ড রোল ও অন্যান্য সামগ্রী জব্দ করে তিনটি ট্রাকে করে নিয়ে যাওয়া হয়েছে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মনিরুজ্জামান জানান, অভিযানে তারা কাস্টমসকে সহায়তা করেছেন। বিপুল পরিমাণ অবৈধ জিনিস উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের যুগ্ম পরিচালক সাইফুর রহমান বলেন, ‘অভিযানে ভবনের নিচ তলায় একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট স্ট্যাম্প ও বিদেশি সিগারেট পেপার পাওয়া গেছে।’
গণনা শেষে তিনি জানান, ৩ কোটি ৩৭ লাখ ৫০ হাজার পিস সিগারেট স্ট্যাম্প, ১৪৮টি সাদা বড় রোল, ৪২৫টি সাদা ছোট রোল, ১২৬টি কালো বড় রোল ও ১ হাজার ৩৭টি কালো ছোট রোল জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, নিষিদ্ধ ব্যান্ড রোল আমদানি, নকল সিগারেট বাজারজাত করা, প্যানেল মেয়র হওয়ার জন্য চসিকের অধিকাংশ কাউন্সিলরকে লাখ টাকা দামের আইফোন উপহার দেওয়াসহ নানা অভিযোগ ও বিতর্ক রয়েছে আবদুস সবুর লিটনের বিরুদ্ধে।