চট্টগ্রামে আইনজীবী উমর ফারুক বাপ্পীকে হত্যার ঘটনায় ২ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২৬ জুলাই) অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জসিম উদ্দিন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামিরা হলেন- রাশেদা বেগম (২৭) ও হুমায়ুন রশিদ (২৮)।
যাবজ্জীবন সাজা প্রাপ্তরা হলেন- আল আমিন (২৮), আকবর হোসেন ওরফে রুবেল ওরফে সাদ্দাম (২৩) এবং মো. পারভেজ ওরফে আলীকে (২৪)।
এছাড়া মামলার আসামি জাকির হোসেন ওরফে মোল্লা জাকিরকে (৩৫) খালাস দিয়েছেন আদালত।
দণ্ডিত আসামিদের মধ্যে রাশেদা বেগম, আল আমিন ও আকবর হোসেন পলাতক রয়েছেন। অপর আসামিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
২০১৭ সালের ২৫ নভেম্বর ২০১৭ সালের ২৫ নভেম্বর নগরীর চকবাজার থানার কে বি আমান আলী রোডের বাসায় আইনজীবী উমর ফারুক বাপ্পীকে গোপনাঙ্গ কেটে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে পুলিশ এসে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা আলী আহম্মদ বাদী হয়ে ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় ৩২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।