চকরিয়া ডুলাহাজারা ডিগ্রি কলেজের এইচএসসিতে পড়ুয়া ছাত্রীকে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেয়ার ঘটনায় ওই মামলার প্রধান আসামি শাহরিয়ার মো.হৃদয়কে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহরিয়ার চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের উলুবনিয়া পাড়া গ্রামের বাসিন্দা শওকত ওসমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানা পুলিশের অপারেশন অফিসার এসআই রাজীব চন্দ্র সরকার।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে দূর্গম পাহাড় থেকে এই বখাটে শাহরিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে।