চট্টগ্রামের মীরসরাইয়ে বাড়ির পুকুর থেকে হাসান নাঈম (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ জুন) বেলা ১টার দিকে ইছাখালী ইউনিয়নের বহাদ্দার বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নঈম উপজেলার ইছাখালী ইউনিয়নে বহাদ্দার বাড়ির মৃত মফিজুর রহমানের ছেলে। সে পেশায় একজন ব্যাটারি-অটোরিকশার চালক।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, খবর পেয়ে মীরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নে বহাদ্দার বাড়ির পুকুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।