আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন কারা পেতে পারেন সেই ধারণা দিয়ে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা বলেছেন, প্রার্থী হতে ইচ্ছুক এমন অনেকের মধ্য থেকে যোগ্য ব্যক্তিকেই বেছে নেয়া হবে।
তিনি বলেন, নির্বাচনে প্রার্থীর বিষয়ে আমরা শত ফুল ফুটতে দেয়ার পক্ষে। শত ফুল ফুটতে দিন, যে ফুলটি সব থেকে সুন্দর সেটি আমি বেছে নেব।
গণভবনে বুধবার সুইজারল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
আরও পড়ুন : যারা ভোটচোর বলে, তারা তো ভোটডাকাত: প্রধানমন্ত্রী
ওই সাংবাদিক জানতে চান, জাতীয় নির্বাচনের আগে তৃণমূলে আওয়ামী লীগের মধ্যে সংঘাত হচ্ছে, অনেক পেশার অবসরপ্রাপ্ত অনেকে নির্বাচনের মাঠে নেমেছেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নের কোনো বার্তা দেবেন কিনা?
শেখ হাসিনা বলেন, “আমাদের দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা আছে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে বাংলাদেশে ৫০ বছরের ইতিহাসে সর্বপ্রথম স্থিতিশীল পরিবেশ এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত আছে বলেই কিন্তু দেশের উন্নতি হয়েছে।
‘দেশটা একটা জায়গায় এগিয়ে গেছে। আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এবং মানুষের ভেতরে আস্থা-বিশ্বাস ফিরে এসেছে। দারিদ্র্য বিমোচন হয়েছে, মানুষের আয় বেড়েছে, সব দিক থেকে উন্নতি হয়েছে।”
প্রার্থীর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে দলীয় মনোনয়ন দেয়া হয় জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘স্বাভাবিকভাবে সামনে ইলেকশন আসলে প্রার্থী হবার জন্য অনেকেরই আকাঙ্ক্ষা থাকবে।
এতে তো কোনো সন্দেহ নেই। আর নির্বাচন যখন হবে, কাকে প্রার্থী করা হবে, কাকে প্রার্থী করা হবে না, এটা তো আমাদের দলেরও একটা লক্ষ্য থাকে।”
শেখ হাসিনা বলেন, অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ ইলেকশন হোক, এটা সবসময় আমাদেরই দাবি। কারণ পঁচাত্তরের ১৫ অগাস্টের পরের কথা চিন্তা করেন। প্রতিটি ইলেকশন কি হত? তখন তো ইলেকশন বলে কিছু ছিল না। মানুষের ভোটের অধিকার ছিল না। মানুষের সমস্ত ভোটের অধিকার একটি জায়গায় বন্দি ছিল।
আরও পড়ুন: সেন্টমার্টিন দিয়ে দিলে আমিও ক্ষমতায় থাকতে পারব: প্রধানমন্ত্রী
তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে বলেই আজকে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। (গণতন্ত্র) ফিরিয়ে এনেছি বলেই গণতান্ত্রিক পরিবেশে ইলেকশন হবে, অনেকেই তো প্রার্থী হতে পারে। প্রার্থী যদি হয়, শত ফুল ফুটতে দিন, যে ফুলটি সব থেকে সুন্দর সেটি আমি বেছে নেব। আমার উত্তর পরিষ্কার।
আওয়ামী লীগের ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ২০০১-এ নৃশংস সাম্প্রদায়িক হামলা করা হয়েছে। রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনে হামলা হয়েছে। বেশ কয়েকজন অপরাধী বিদেশে গিয়ে বিরাট মানবাধিকার কর্মী হয়ে গেছে।