বিএনপি জাতীয় নির্বাচনে না আসলেও, অন্যান্য সব দল নির্বাচনে অংশ নেবে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপি নির্বাচন বর্জনের কথা বললেও তলে তলে প্রস্ততি নিচ্ছে।
রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগারগাঁও-মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের পরিচালনা বিষয়ক এক সেমিনার শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এতো কথা বলে। বিএনপি নেতারা কি জানেন তাদের দলের অনেকে নির্বাচনের জন্য তলে তলে প্রস্তুতি নিচ্ছে।
নির্বাচনে অংশ নিতে অনেক দল প্রস্তুত আছে। বিএনপি অংশ নেবে না বলে অন্যরা বয়কট করবে- এ কথা মনে করলে তারা বোকার স্বর্গে বাস করছে।
মানুষ নির্বাচনে আগ্রহ হারাচ্ছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, বহু উন্নত দেশে ৩০ শতাংশও ভোট হয় না। গাজীপুরে ৪৮ শতাংশ হয়েছে। যারা বলেন যে ভোটের প্রতি মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছে, এটা তাদের জন্য উদাহরণ। বিএনপি নিঃসন্দেহে একটি বড় দল। তারা না আসার পরও ভোটারের এই উপস্থিতিকে কম বলার সুযোগ নেই।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির কাছে একটা নির্বাচনে আওয়ামী লীগকে পরাজিত হয়ে প্রমাণ করতে হবে যে নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে।
ওই যে রবীন্দ্রনাথের কাদম্বিনী মরিয়া প্রমাণ করলেন, তিনি মরেন নাই, সে রকম আওয়ামী লীগকে হেরে গিয়ে প্রমাণ করতে হবে নির্বাচন সুষ্ঠু হয়েছে।
আগামীতে ক্ষমতায় আসার জন্য বাইডেন-মোদীর সংলাপের দিকে তাকিয়ে আছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা কারো দিকে তাকিয়ে নেই। আমরা তাকিয়ে আছি আমাদের জনগণের দিকে।
বিদেশিরা আমাদের উন্নয়ন সহযোগী হতে পারে, তারা আমাদের ক্ষমতায় বসিয়ে দেবে এটি আমরা বিশ্বাস করি না।
তিনি আরও বলেন,‘জাতিসংঘে গিয়ে মহাসচিবের সঙ্গে কথা বলতে না পেরে তৃতীয় সারির লোকেদের সাথে কথা বলে এসেছেন মির্জা ফখরুল।
বিএনপি নেতারা সকালে ঘুম থেকে উঠেই আমেরিকার দূতাবাসে যায় নালিশ করতে। আওয়ামী লীগ দাওয়াত পেয়েই দূতাবাসে যায়। দেশের বিরুদ্ধে নালিশ করবো, এ রাজনীতি আমরা করি না।