সব হারিয়ে বিএনপি এখন বেসামাল হয়ে পদযাত্রা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিএনপির অনেক নেতাকর্মী তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছে বলেও মন্তব্য করেছেন তিনি।
ঢাকা উত্তর আওয়ামী লীগের আয়োজনে বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আজ শুক্রবার এক সমাবেশে ওবায়দুল কাদের বলেন, বিএনপি সব হারিয়েছে।। তারা এখন বেসামাল হয়ে পদযাত্রা করছে। এ পদযাত্রা শেষ পর্যন্ত মরণ যাত্রায় পরিণত হবে।
আরও পড়ুন : আমাদের ঈমানের শক্তি আছে, দেশপ্রেম আছে: কাদের
তিনি বলেন, ‘কারো নীতিতে, কারো নিষেধাজ্ঞায় নির্বাচন বন্ধ হবে না। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নিয়মকানুন মেনেই নির্বাচনে যাচ্ছে আওয়ামীলীগ।
আওয়ামী লীগ নিজের মত কর নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নিজের নেতাকর্মীদের উপরই নিয়ন্ত্রণ নেই। বিএনপির অনেক নেতাকর্মী তলে তলে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। ভেতরে ভেতরে অনেক নেতা নির্বাচন করতে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছে।
ঠিক সময়েই দেশে নির্বাচন হবে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনের সময় সরকার প্রধান থাকবেন শেখ হাসিনা। সংবিধানে যেভাবে আছে, সেভাবেই চলবে। কারো পরামর্শে দরকার নেই।’
বিএনপি আবারও ষড়যন্ত্র ও হামলা শুরু করেছে- মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, যে হাত দিয়ে অগ্নিসংযোগ আর হামলা করবে, সেই হাতই ভেঙ্গে দেয়া হবে।
তিনি বলেন, বিএনপি সাম্প্রদায়িক শক্তিকে প্রশ্রয় দিয়েছে, জঙ্গি সৃষ্টি করে দেশে অস্থিরতা করেছে। এই টাকা পাচারকারী, সন্ত্রাসীদের হাতে দেশ তুলে দেয়া যাবে না।
‘তারা গণতন্ত্রকে গিলে খেয়েছে, আইনের শাসন গিলে খেয়েছে, ভোট চুরি করেছে। তাদের হাতে ক্ষমতা গেলে বাংলাদেশকেই গিলে খাবে।’
টাকা-পয়সা দিয়ে লবিস্ট নিয়োগ করে বিএনপি নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চায় বলেও এ সময় মন্তব্য করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, ফাইনাল খেলা হবে শীতকালে। এবার জমবে খেলা। সাম্প্রদায়িক, জঙ্গিবাদকে উৎখাত করতে আরো শক্তিশালী হয়ে মাঠে নামতে হবে।