চট্টগ্রামে নগরীতে মাদক মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৪ জুন) অতিরিক্ত মহানগর দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক শরীফুল আলম ভূঞা এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁও এলাকার মৃত রফিক ড্রাইভারের ছেলে মো. আনোয়ার হোসেন (২৪) ও মো. জামাল হোসেন ওরফে মুন্না (৩৫)।
আদালত সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর জামিনে গিয়ে পলাতক রয়েছেন দুই আসামি। রায় ঘোষণার সময় তাঁরা আদালতে উপস্থিত ছিলেন না।
রাষ্ট্রপক্ষের আইনজীবীর সহকারী আইনজীবী আবু ঈসা বলেন, রায়ের সময় দুই আসামি অনুপস্থিত ছিলেন। ২০১৪ সালের ৫ জুন ডবলমুরিং থানাধীন ঈদগাঁ এলাকায় অভিযান চালিয়ে ৯০ বোতল ফেনসিডিলসহ আনোয়ার হোসেন ও জামাল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় চারজনকে আসামি করে একটি মাদকের মামলা হয়। পুলিশ তদন্ত শেষে দুইজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
তিনি আরও বলেন, ২০১৫ সালে ৩০ সেপ্টেম্বর আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। আজ বুধবার মামলাটির রায় দেওয়া হয়।