গাজীপুরে এক বিউটিশিয়ান রুবিনা আক্তারকে (২৪) হত্যার মূল পরিকল্পনাকারী তার স্বামীকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার র্যাব-১-এর স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার মেজর এএসএম মাঈদুল ইসলাম এ তথ্য জানান।
গ্রেফতার ব্যক্তির নাম মিঠুন চন্দ্র ঘোষ ওরফে মৃদুল হাসান (২৭)। সে গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানাধীন খুদে বর্মী এলাকার নিতাই চন্দ্র ঘোষের ছেলে।
এর আগে পুলিশের হাতে গ্রেফতার নিহতের খালাতো ভাই রাকিবুল ইসলাম (২২) এবং স্বামীর ফুপাতো বোন সোমা রাণী ঘোষ (৩২) বুধবার আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে।
র্যাব-১-এর কর্মকর্তা মাঈদুল ইসলাম জানান, রবিবার রাতে মহানগরীর সদর থানাধীন আদাবৈ এলাকার রাজকন্যা বিউটি পার্লারের একটি কক্ষ থেকে পার্লারের মালিক রুবিনার হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা আছিয়া বেগম বাদী হয়ে সোমবার থানায় মামলা করেন। পুলিশের পাশাপাশি র্যাব ঘটনার ছায়াতদন্ত শুরু করে। পরে বিভিন্ন তথ্য বিশ্লেষণ এবং গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পাবনা জেলার একটি বাসায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী নিহতের স্বামী মিঠুন চন্দ্র ঘোষ ওরফে মৃদুল হাসানকে গ্রেফতার করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে রুবিনাকে হত্যার কথা স্বীকার করে ঘটনার বর্ণনা দেয়।
এদিকে জিএমপির সদর থানার ওসি জিয়াউল ইসলাম জানান, পুলিশ রুবিনা আক্তার হত্যার ঘটনার সঙ্গে জড়িত নিহতের খালাতো ভাই রাকিবুল ইসলাম (২২) এবং স্বামীর সম্পর্কীয় ফুপাতো বোন সোমা রাণী ঘোষকে (৩২) সোমবার গ্রেফতার করে। আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ডে এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। বুধবার আদালতে হাজির করা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
গ্রেফতারকৃতরা জানায়, প্রায় ১৪ মাস আগে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে মিঠুন চন্দ্র ঘোষকে ভালোবেসে বিয়ে করেন রুবিনা। বিয়ের পর ধর্মান্তরিত হয়ে মিঠুন নাম রাখেন মৃদুল হাসান। এটি রুবিনার তৃতীয় বিয়ে। এ বিয়ের দেনমোহর ২০ লাখ টাকা নির্ধারণ করা হয়। রুবিনা গাজীপুর মহানগরীর সদর থানাধীন আদাবৈ এলাকার আব্দুস সালাম তালুকদারের মেয়ে। বিউটি পার্লারের ব্যবসার পাশাপাশি তিনি টিকটক ভিডিও তৈরি করতেন। সম্প্রতি তিনি অন্য একটি সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি মৃদুল জেনে গেলে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে রুবিনা সম্প্রতি মৃদুলকে বটিদা দিয়ে আঘাত করে ঘর থেকে বের করে দেয়। এর পর তিনি স্বামীর কাছে ভরনপোষণ ও দেনমোহরের টাকা দাবি করেন। তিনি এ ব্যাপারে থানায়ও অভিযোগ করেন। এতে ক্ষুব্ধ হয় মৃদুল।
এসব থেকে পরিত্রাণ পেতে মৃদুল বিষয়টি রুবিনার খালাতো ভাই রাকিবুলকে জানায় এবং হত্যার পরিকল্পনা করে। এরপর সোমা রাণী ঘোষকে ভাড়াটে খুনি হিসেবে ঠিক করে মৃদুল। পরিকল্পনা অনুযায়ী ওই পার্লারে রুবিনাকে হত্যা করে তারা পালিয়ে যায়।
গ্রেফতার সোমা রাণী ঘোষ (৩০) গাজীপুর সদর উজেলার জয়দেবপুর থানাধীন খুদে বর্মী এলাকার মৃত কলিন্দ্র চন্দ্র ঘোষের মেয়ে এবং রাকিবুল ইসলাম (২২) মহানগরীর সদর থানাধীন আদাবৈ এলাকার আবুল কালাম আজাদের ছেলে।