অনিবন্ধিত দল জামায়াত ইসলাম কোনো ধরনের কর্মসূচি পালন করতে চাইলে অবশ্যই পুলিশের অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ মঙ্গলবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন।
আরও পড়ুন: শর্তসাপেক্ষে এসকর্ট সুবিধা পাবেন ৪ রাষ্ট্রদূত: স্বরাষ্ট্রমন্ত্রী
তিনি বলেন, সরকার বিরোধীদলের কোনো সভা-সমাবেশে বাধা দিচ্ছে। বিরোধীদলগুলো দেশে উত্তেজনা তৈরির লক্ষেই উসকানিমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে।
সম্প্রতি কয়েকজন জামায়াতকে আটক ও ছেড়ে দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, গোপন বৈঠক এবং সন্দেহজনক কার্যক্রমের একটি ভুল তথ্যের কারণে ডিএমপি সদর দপ্তরের কাছ থেকে জামায়াত নেতাদের আটক করে। পরে ছেড়ে দেয়ার ঘটনাটি ঘটে থাকতে পারে।