ডা. দিলীপ ভট্টাচার্য এক সময়ের তুখোড় ছাত্রনেতা। আশি ও নব্বইয়ের দশকের উত্তাল রাজনৈতিক মাঠে ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী হিসেবে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন। গড়ে তুলেছেন শিশু-কিশোর ও সাংস্কৃতিক সংগঠন। বাবা ডা. তারাপদ ভট্টাচার্য বামপন্থী আন্দোলনের কর্মী ছিলেন। সেইসূত্রে পটিয়ার সকল গণআন্দোলনে বাবার মতো তাঁর হাতও ছিলো উদার। রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী, বাংলা নববর্ষ কিংবা যে কোন সাংস্কৃতিক অনুষ্ঠান এই পরিবারের সদস্যদের অংশগ্রহণ ও আর্থিক পৃষ্ঠপোষকতা ছাড়া সম্ভব হতো না। ডা. দিলীপ ভট্টাচার্যের ৭২তম জন্মদিনে তাঁকে ফুলেল ভালোবাসায় সিক্ত ও অভিনন্দিত করে পটিয়া সংস্কৃতিকর্মীরা।
আদালত রোডস্থ চেম্বারে তাঁকে জানাতে শুভেচ্ছা আসেন পটিয়া সদরের বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। তিনিও সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও কেক কেটে জন্মদিন উদযাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, পটিয়া থিয়েটারের সভাপতি মোহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, পটিয়া আইন কলেজ পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক এডভোকেট খুরশীদ আলম, সৃজনশীল সাহিত্যগোষ্ঠী মালঞ্চ সাধারণ সম্পাদক শিবুকান্তি দাশ, খেলাঘর সংগঠক অধ্যাপক ভগীরথ দাশ, প্রধান শিক্ষক উদয়ন বড়ুয়া, সিপিবি নেতা অলক দাশ, এনামুল হক মনজু, মদিনা বেগম, আওয়ামীলীগ নেতা দেবর্ষী চক্রবর্তী, প্রণব দাশ, পটিয়া গৌরব সংসদের সাধারণ সম্পাদক আবদুর রহমান রুবেলসহ অনেকে। সকলে দিলীপ বাবুর সুস্বাস্থ্য ও শতায়ু কামনা করেন।