বাঁশখালীতে ১০ হাজার ইয়াবাসহ নারী আটক

শেয়ার

চট্টগ্রামের বাঁশখালীতে ১০ হাজার পিস ইয়াবাসহ হাসনা আক্তার (২৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১২টার দিকে উপজেলার চাম্বল ছড়ার ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক হাসনা আক্তার কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার নোয়াবাদ ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সিংগোয়া এলাকার দুলাল মিয়ার মেয়ে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আনোয়ারা-বাঁশখালী আঞ্চলিক সড়কের চাম্বল ছড়ার ব্রিজ এলাকায় চেক পোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে ১০ হাজার ইয়াবাসহ হাসনা আক্তারকে আটক করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ