কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে শাহজাহান (৪০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি চট্টগ্রাম পাঁচলাইশ শুল্লক বহর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।
সৈকতে পর্যটক সেবায় নিয়োজিত বীচকর্মী মাহাবুবুল আলম জানান- ২৫ এপ্রিল ভোরে পরিবার নিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজারে বেড়াতে আসেন শাহজাহান। তারা বেলা সাড়ে ১১ টার দিকে লাবণী পয়েন্টে গোসল করতে যান। গোসলের এক সময় দুপুর দেড়টার দিকে পানিতে ভেসে যান শাহজাহান। এসময় লাইভগার্ড ও বীচ কর্মীরা তাকে উদ্ধার করে ২ টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে শাহজাহানকে মৃত বলে জানান চিকিৎসক।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ।