আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে আগ্রহ না দেখালেও তলে তলে দলটির অনেক নেতা ভোটের প্রস্তুতি নিচ্ছেন।
সোমবার (১০ এপ্রিল) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।
তাদের অনেক নেতাকর্মী নির্বাচনের বিষয়ে যোগাযোগ করছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সময় হলেই বিষয়টি টের পাওয়া যাবে।
তিনি বলেন, আগামী নির্বাচনে শেখ হাসিনার জয় অনিবার্য। তাকে হারানো যাবে না, বিএনপি এটা বুঝে গেছে। আর সেই জন্যই নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের খেলায় নেমেছে বিএনপি।
আজ তারা বুঝে গেছে বাংলাদেশে শেখ হাসিনার সঙ্গে নির্বাচন করে লাভ নেই। এটা বুঝতে পেরে আজকে ফখরুলের মনের জোর কমে গেছে।
সিটি করপোরেশন নির্বাচন সংবিধান অনুযায়ী হতে যাচ্ছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যথাসময়ে নির্বাচন হলে ফখরুলের অসুবিধা কী? তারা হারবে বলে সরাসরি নির্বাচনে আসে না। ঘোমটা পরে নির্বাচনে আসে।
তিনি আরও বলেন, বিএনপিকে বিদেশিদের ওপর নির্ভরতা কমিয়ে জনগণের ওপর আস্থা রাখতে হবে। পাশাপাশি সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় নিজ দলের নেতাকর্মীদের সজাগ ও সচেতন থাকারও নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
শান্তি সমাবেশে অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ মহানগর দক্ষিণের নেতারা ও এর অন্তর্ভুক্ত থানা, ওয়ার্ড, ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।