নবীন কন্ঠের আয়োজনে হামদ-নাত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা

শেয়ার

পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের কর্ণফুলীতে মাদরাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ–নাত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে সৈন্যারটেক ছিদ্দিক আকবর (রা.) একাডেমিতে জনপ্রিয় নিউজপোর্টাল ‘নবীন কন্ঠের’ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘নবীন কন্ঠ’ নিউজপোর্টাল এর সম্পাদক ও প্রকাশক মু. বেলায়েত হোসেন।

প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সিজেকেএসের কাউন্সিলর ইঞ্জিনিয়ার রাশেদুল রহমান মিলন।

বিচারক মন্ডলী ছিলেন, হযরত ছিদ্দিক-এ আকবর (রা.) আল কোরআন একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা শায়ের মুহাম্মদ এনামুল হক এনাম, সৈন্ন্যারবাড়ী শাহী জামে মসজিদের খতিব মাওলানা বেলাল কাদেরী, হযরত নেয়ামত আলী শাহ্ (রহ.) সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ সরওয়ার আলম।

এতে বিশেষ অতিথি ছিলেন শিকলবাহা সাবেক মহিলা মেম্বার ছফিয়া-শুক্কুর, নারী উদ্যোক্তা রিজিয়া বেগম, আহছানিয়া পাড়া সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আব্দুস সবুর চৌধুরী, সংগঠক মুহাম্মদ ওমর ফারুক বিজয়, ওয়াজ উদ্দিন আজাদ, মির্জা মুহাম্মদ হারুন, ইকবাল হোসেন, ইব্রাহিম হোসেন লালো, নুরুল আক্কাস জীবন প্রমুখ।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীরা অংশগ্রহন করে। ৩টি ক্যাটাগরিতে বিভক্ত ৭০ জন ছাত্র ছাত্রীদের মধ্যে ১০জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষনা করা হয়। পরে নবীন কন্ঠের পক্ষ থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ