তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, গতচৌদ্দ বছরে রাঙ্গুনিয়ার যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে স্কুল কলেজে বহুতল ভবন ও ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার যে অভাবনীয় উন্নয়ন করেছে তা সম্ভব হয়েছে শেখ হাসিনার মাধ্যমে। এসব কথা গ্রামের সাধারণ মানুষের কানে পৌঁছে দিতে হবে।
আজ বুধবার (০৫ এপ্রিল) উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান হোসেন তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি বক্তৃতা করেন। এছাড়াও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, চারটি ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিট আওয়ামী লীগ, ওয়ার্ড ও মহল্লা কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক উপস্থিত ছিলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, করোনার সময়ও আমাদের সরকার দেশের উন্নয়ন অব্যাহত রেখেছি। কিন্তু সেসময়ে বিরোধীদলের কোন নেতাকর্মী সাহায্যর হাত বাড়ায়নি। তারা দেশের উন্নয়নের আশা দিয়ে কোন আশা পূরণ করেনি।
এসময় তিনি তৃণমূল নেতাদের উদ্দেশ্যে বলেন, গ্রামের সাধারণ মানুষের সাথে আপনাদের যোগাযোগ বেশি। আপনারাই সারাদিন গ্রামে-গঞ্জে, পুকুর ঘাটে, চায়ের দোকানে সাধারণ মানুষের সাথে গল্প করেন। আপনারই হচ্ছেন আওয়ামী লীগের ঢোল। তাই আপনাদের দায়িত্ব হচ্ছে আওয়ামী লীগের উন্নয়েনর কাজগুলো সবার মাঝে ছড়িয়ে দেয়া।