দালালের মাধ্যমে না গিয়ে বৈধপথে বিদেশে যাওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২ এপ্রিল) সকালে গণভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটির দ্বিতীয় সভায় তিনি এ আহবান জানান।
প্রধানমন্ত্রী বলেন, কর্মসংস্থানের জন্য প্রবাসে যেতে যাতে কেউ দালালের খপ্পরে না পড়ে সেজন্য অনলাইনে রেজিস্ট্রেশনের সুযোগ তৈরি করে দিয়েছে সরকার। তাছাড়া, সঠিক কর্মসংস্থানের জন্য উপযুক্ত প্রশিক্ষণ নিয়েই বিদেশে যাওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, প্রবাসীদের অনেকে হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠাচ্ছেন। যা অনেক সময়ই তাদের পরিবারের হাতে ঠিকমতো পৌঁছায় না। হুন্ডি বাদ দিয়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে প্রবাসীদের আহবানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশে যেমন কাজের সুযোগ আছে, বিদেশেও কর্মসংস্থানের ব্যবস্থা আছে, যোগ করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, কর্মসংস্থানের জন্য নতুন নতুন দেশ খুঁজে বের করতে হবে। কোন দেশে কোন ধরণের জনশক্তি দরকার সে অনুযায়ী বহুমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করবে সরকার।
তিনি বলেন, হুন্ডির মাধ্যমে প্রবাসীরা কষ্টার্জিত টাকা পাঠালে সেটা বেহাত হয়ে যায়। ব্যাংকের মাধ্যমে বৈধ পথে টাকা পাঠালে প্রায় আড়াই শতাংশ প্রণোদনা দেয়া হচ্ছে, প্রবাসীদের টাকাও বেহাত হবার শঙ্কা নেই।