বান্দরবানে ৪৪টি মামলার নিস্পত্তি যোগ্য মালখানার রক্ষিত আলামত ধ্বংস

শেয়ার

বান্দরবানে ৪৪টি মামলার নিস্পত্তি যোগ্য মালখানার রক্ষিত আলামত হিসেবে জব্দকৃত ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩মার্চ) সকাল ১০টায় সময় বান্দরবান আদালত চত্বরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান এর নির্দেশনায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ,এস,এম এমরান এর উপস্থিতিতে এসব ৪৪টি মামলার নিস্পত্তি যোগ্য মালখানার রক্ষিত আলামত ধ্বংস করা হয়।

আদালত সূত্রে জানা যায়, বিভিন্ন মামলায় নিস্পত্তি যোগ্য ৪৪টি মামলার মালখানার রক্ষিত আলামত ১টি দেশিও এক নলা বন্ধুক,পুলিশ লাইন অস্ত্রগারের জমা প্রদানও ২টি মামলার জব্দকৃত চালান মোতাবেক রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান টাকা আইনি প্রক্রিয়া শেষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কোর্ট পরিদর্শক মোঃআব্দুল মজিদ,মালখানা ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই প্রিয়েল পালিত, জি আরও বিশ্বজিৎ,কনস্টেবল সাদেক, কনস্টেবল মোসলেহ উদ্দীন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ