দীর্ঘদিন পর হঠাৎ করেই সচিবালয়ে প্রধানমন্ত্রী

শেয়ার

দীর্ঘদিন পর সচিবালয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) সোয়া ১২টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী

সচিবালয় সূত্র জানায়, সচিবালয়ের ৬ নম্বর ভবনে নিজের কার্যালয়ে যান তিনি এবং সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান করেন। পরে দুপুর সোয়া ২টার দিকে সচিবালয় থেকে বের হন তিনি।

সচিবালয়ের নিরাপত্তা দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সচিবালয়ে প্রধানমন্ত্রী তার দাপ্তরিক কার্যালয়ে দীর্ঘদিন আসেননি। তাই ওসমানী মিলনায়তেন অনুষ্ঠান শেষে পরিদর্শনে এসেছিলেন তিনি।

এ জন্য পূর্ব থেকে কোনো কর্মসূচি ছিল না। প্রধানমন্ত্রী হঠাৎ করেই সচিবালয়ে তার দপ্তরে এসেছিলেন।

২০২০ সালের মার্চে করোনাভাইরাস মহামারি শুরুর আগে প্রধানমন্ত্রী সচিবালয়ে এসেছিলেন। সেই হিসেবে তিন বছরেরও বেশি সময় পর সচিবালয়ে এলেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ