হালদা নদীতে মাছের পোনা অবমুক্ত করলেন ফজলে করিম চৌধুরী এমপি

শেয়ার

দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে মাছের পোনা অবমুক্ত করেছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।

শনিবার (১৮ মার্চ) নদীর রাউজান অংশের সর্ত্তার ঘাট এলাকায় মাঝারি আকারের ৩০০ কেজি রুই, কাতলা, কালি বাউশ, মৃগেল মাছ অবমুক্ত করা হয়। এসময় রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, হালদায় জালপাতা, মাছ শিকার, ইঞ্জিন চালিত নৌযান চলাচল,ড্রেজার দিয়ে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ আছে। এসব কাজে কেউ জড়িত থাকলে তাদের শনাক্ত করে আইনের হাতে সোপর্দ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ,রাউজান থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুন,পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান,পৌর কাউন্সিলর আলমগীর আলী,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পীযুষ প্রভা কর, আব্দুল্লাহ আল মামুন,কৃষি অফিসার ইমরান হোসেন,উপজেলা যুবলীগের সহ সভাপতি সুমন দে সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist