চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাদকের মামলায় মাইক্রোবাসের চালক ও সহকারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার (১৩ মার্চ) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।
বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কক্সবাজারের রামু থানার গর্জনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বড়বিল এলাকার মৃত সুরত আলমের ছেলে মাক্রোবাস চালক মো.সালাউদ্দিন ও ঈদগাঁও থানার ইসলামপুর ইউনিয়নের পূর্ব নাপিতখালী চাকার দোকান নুরুল আলম মাঝি বাড়ির মৃত এস্তেফজুর রহমানের ছেলে মোহাম্মদ জসিম।
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৮ আগস্ট নগরের আকবরশাহ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গ্লাসগো ইন্ডাস্ট্রির বিপরীতে খাজা মোটরস দোকানের পাশে রাস্তার ওপর একটি মাইক্রোবাস জব্দ করে র্যাব-৭। মাইক্রোবাস চালক মো. সালাউদ্দিন ও সহকারী মোহাম্মদ জসিমকে গ্রেফতার করা হয়।
তাদের দেখানো মতে মাইক্রোবাসের ভিতরে পিছনের চাকার উভয় পাশের শক অবজারভারে বিশেষ কায়দায় রক্ষিত ১৬ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তৎকালীন র্যাব-৭ এর সিপিএসসি পুলিশ পরিদর্শক (শহর ও যান) মো.শহিদুল আলম বাদী হয়ে আকবরশাহ থানায় মামলা করেন।
২০২১ সালের ১৭ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন। একই বছরের ১২ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। এই মামলায় ৬ জনের স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আবু জাফর বলেন, মাদকের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় মাইক্রোবাসের চালক মো.সালাউদ্দীন ও হেলপার মোহাম্মদ জসিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ের সময় আসামি মো.সালাউদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে।