ইন্দো-প্যাসিফিকবিষয়ক ব্রিটিশ প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রিভেলিয়ানের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আমাদের নির্বাচন কমিশনকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে। ’
‘নির্বাচনের সময় তারা যা চায় তাই করতে পারে। তখন অন্য কারও ক্ষমতা অ্যাপ্লাই করতে পারে না। আমাদের বিশ্বাস জনগণ আমাদের ভোট দেবে। আমরা জনগণের ওপর বিশ্বাস রাখি। ’
আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওই বৈঠকে আলোচনার বিষয় তুলে ধরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ড. মোমেন বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করেছি। বলেছি, আমরা একটা ক্রেডিবল, স্বচ্ছ, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই।
সেজন্য যেসব প্রতিষ্ঠান গড়ে তোলা উচিত আমরা সেগুলো তৈরি করেছি। ’
তিনি বলেন, ‘আমাদের জনগণ অত্যন্ত পরিপক্ব। ভোটের সময় তারা কখনও ভুল ভোট দেয় না। সুতরাং এসব নিয়ে আপনাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই।
নির্বাচন নিয়ে ব্রিটিশ প্রতিমন্ত্রীর বক্তব্য কী ছিল-জানতে চান সাংবাদিকরা। জবাবে মোমেন বলেন, ‘তিনি কিছু বলেন নাই, শুনেছেন। উনি বলেছেন, গণতন্ত্রে ভিন্ন মত থাকতে পারে। ’