র‌্যাব-৭ ও র‌্যাব-১৫ এর যৌথ অভিযান

কক্সবাজারের হোটেলে চাঞ্চল্যকর নারী হত্যার ৪৮ ঘন্টার মধ্যে হত্যাকারী গ্রেপ্তার

শেয়ার

কক্সবাজার শহরের বাজারঘাটায় আবাসিক হোটেল সী-বার্ড থেকে জেসমিন আক্তার (২৭) নামে এক তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় আসামি স্বামী পরিচয়দানকারী মোস্তাফিজুর রহমান(৫১)কে র‌্যাব-৭ ও র‌্যাব-১৫ যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। 

বুধবার রাতে তাকে চট্টগ্রাম এর হাটাহাজারির চৌধুরীর হাট থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৭ ও কক্সবাজার র‌্যাব-১৫।

এই বিষয়ে শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় চান্দগাঁওয়ের র‌্যাব-৭ মিডিয়া সেন্টারে বিস্তারিত ব্রিফিংকালে র‌্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার ও সন্ধ্যায় কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিঃ পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)মোঃ আবু সালাম চৌধুরী এক স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান,গত ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ৭ টার সময় কক্সবাজার পৌর শহরের বাজারঘাটা এলাকায় ‘সি বার্ড’ নামে একটি আবাসিক হোটেল থেকে একজন নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত ভিকটিম এবং আসামী মোস্তাফিজুর রহমান স্বামী-স্ত্রীর পরিচয়ে গত ১৪ ফেব্রুয়ারি ২০২৩ইং তারিখে উক্ত হোটেলে উঠে। ১৫ ফেব্রুয়ারি ২০২৩ইং তারিখ দুপুরের দিকে মোস্তাফিজুর রুমের বাইরে তালা দিয়ে চলে যায়। পরবর্তীতে ভেতরে আলো জ্বলতে দেখে হোটেল বয় ডাকাডাকি করে। কিন্তু কোন সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ কর্তৃক পুলিশকে খবর দেয়া হলে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সিআইডির একটি অপরাধ টিম ঘটনাস্থলে আসে এবং তথ্য নেয়া শেষ হলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার পর হতে আসামী মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে হতে পলাতক ছিল।

আরো পড়ুন : কক্সবাজারের কলাতলীতে হোটেলে স্ত্রী-মেয়ের মরদেহ রেখে পলাতক স্বামী গ্রেপ্তার

পরবর্তীতে ব্যাপক গোয়েন্দা নজরদারীর মাধ্যমে আসামী মোস্তাফিজুর রহমান এর অবস্থান চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন চৌধুরীরহাট এলাকায় বলে জানা যায় । র‌্যাব-৭ ও র‌্যাব-১৫ এর যৌথ অভিযান চালিয়ে হত্যাকান্ডের ঘটনায় হত্যা মামলার একমাত্র আসামি মোঃ মোস্তাফিজুর রহমান গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোস্তাফিজ ভিকটিমকে হত্যার সাথে তার সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য প্রদান করে।

গ্রেফতারকৃত আসামী মোস্তাফিজুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, নিহত নারীর সাথে সে বৈবাহিকভাবে সম্পর্কিত নয় তবে শারীরিক সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে স্বামী-স্ত্রী পরিচয়ে তারা হোটেলে গমন করেন। আসামীর নিজ ভাষ্যমতে, পূর্বেও কয়েকবার তিনি অন্যান্য নারীসহ ভোগবিলাসের উদ্দেশ্যে বিভিন্ন হোটেলে সাময়িক সময়ের জন্য যাতায়াত করেছেন। তবে, এবার এই নারীকে নিয়ে হোটেল কক্ষে অবস্থানকালীন সময়ে বাক-বিতন্ডার ফলে সৃষ্ট পরিস্থিতিতে আসামী মোস্তাফিজুর রহমান উক্ত নারীর উপর চড়াও হন এবং একপর্যায়ে ক্ষোভের বশবর্তী হয়ে তাকে হত্যা করে হোটেল থেকে পালিয়ে যান।

হোটেলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ ভালোবাসা দিবসের সকাল ০৭টা ৫৮ মিনিটের দিকে সে উক্ত নারীসহ হোটেলে প্রবেশ করে। প্রবেশের মুহুর্তে নিহত নারীর পরনের কাপড় ও মৃতদেহের পরনীয় কাপড় একই বলে প্রতীয়মান। এছাড়াও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে আসামী মোস্তাফিজুর রহমান এর চেহারা স্পষ্টভাবে দৃশ্যমান।

গ্রেফতারকৃত আসামী মোস্তাফিজের দেহ তল্লাশী করে তার পকেট থেকে আগ্রা ১০০ নামক সিলডেনাফিল গোত্রের যৌন উত্তেজক ঔষধ পাওয়া যায় এবং এ বিষয়ে তিনি বলেন, তার বয়স ৫১ বছর এবং নারীসঙ্গের জন্য এই ট্যাবলেট ব্যবহার করে থাকে। তবে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন ও মৃত্যুর পর ভিকটিমের শারীরিক লক্ষণসমূহ বিবেচনা করলে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে হিসেবে ধারণা করা যায়। উল্লেখ্য যে, বর্ণিত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ঢাকা ও কক্সবাজার জেলায় বিভিন্ন ধারায় চারটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist