সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু বিএনপি-জামায়াতকে বিশ্বাস করা যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।
শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
বিএনপিকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি বাস পুড়িয়েছে, বাসের ভেতরে থাকা জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে। রেলের লাইন উপড়ে ফেলেছে, রেলস্টেশন জ্বালিয়ে দিয়েছে।
সেই অগ্নি সন্ত্রাসীদের দল এখন আন্দোলন করলে আমরা যখন কর্মসূচি দেই, তখন তারা বলে পাল্টা কর্মসূচি। আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দেয় না, জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য পবিত্র দায়িত্ব পালন করে মাত্র।
তিনি বলেন, তারা (বিএনপি) বলেছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদ থাকবে না, সব মন্দির হয়ে যাবে। বাংলাদেশ ভারত হয়ে যাবে। ওই বিএনপি যখনই নির্বাচন আসে তখন ভারতের যোজন ভয় দেখায়। আর ইসলাম ইসলাম বলে। দেশে মডেল মসজিদ নির্মাণ করে শেখ হাসিনা আর ইসলাম ইসলাম বলে বেড়ায় বিএনপি।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শফিউল আলম নাদেল, নির্বাহী সদস্য আজিজুস সামাদ ডন, সুনামগঞ্জের সংসদ সদস্যসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।