বোয়ালখালীতে ইনফিনিটি-অসীম’র ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

শেয়ার

বোয়ালখালীতে ইনফিনিটি-অসীমের ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

আজ ৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার পৌরসভার পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে সংগঠনের সকল সদস্যের অংশগ্রহণে, ম্যাক্স পয়েন্ট ডায়াগনস্টিক এন্ড কনসালস্টেশন সেন্টারের সহযোগিতায় অনুষ্ঠিত ক্যাম্পেইন উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো মুসা, সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো জয়নাল আবেদীন, সঞ্চালনা করে সাধারণ সম্পাদক মো জামাল তালুকদার হা-মিম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক আনসার হামেদী, শিক্ষক সাহাবুদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য মো মোরশেদ আলম, কাজী কামাল, পৌরসভা মহিলা কাউন্সিলর ও ম্যানেজিং কমিটির সদস্য শাহনাজ পারভিন নিলু, সংগঠনের প্রধান উপদেষ্টা ইদ্রিস আলম।

বক্তব্যে প্রধান উপদেষ্ঠা ইদ্রিস আলম অনুষ্ঠানের সফলতা কামনা করে বলেন, সামাজিক সংগঠনের এসব উদ্যেগ সমাজে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের পাশে আমাদের সার্বক্ষণিক সহযোগিতা ও ভালোবাসা থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist