মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ ও পরবর্তীতে আগুনে পুড়ে যাওয়া ৬ টি পরিবারের মাঝে মিরসরাইয়ের অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরী সহায়তা প্রদান করেছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার ইছাখালী ইউনিয়নের ইসলামপুর এলাকার দারবক্স ভুঁইয়া বাড়ি প্রকাশ এরাদউল্লাহ ডাক্তার বাড়ির অগ্নিকাণ্ডে নিঃস্ব হওয়া ৬ টি পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় হাড়ি-পাতিলের ১০ টি আইটেম, প্রত্যেক পরিবারের সদস্যর জন্য শাড়ী-লুঙ্গি, ত্রিপল, মোমবাতি ও ধানবীজসহ অন্যান্য সামগ্রী তুলে দেয়া হয়।
জানা গেছে, বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার ইছাখালী ইউনিয়নের ইসলামপুর দারবক্স ভুঁইয়া বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে ৬ টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
হিতকরী’র সভাপতি জহির উদ্দিন রনি বলেন, আমরা সংগঠন করছি মানুষের উপকারে মানুষের পাশে দাড়ানোর জন্য। আমাদের সংগঠনটি প্রতিষ্ঠা হয় ২০০১ সালে। যার স্লোগান হলো ‘উপকার করো, উপকৃত হবে’ সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা জানেন যে, গত কিছুদিন আগে দেশের স্মরণকালের ভয়াবহ বন্যা বয়ে গেছে মিরসরাই, ফেনী ও কুমিল্লায়। আমরা সদস্যরা মিলে আটকে পড়াদের উদ্ধারসহ পরবর্তীতে ত্রাণ সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিয়েছি মিরসরাই ও ফেনীতে। এছাড়া আমরা এখন পূর্নবাসনে কাজ করছি। ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘরে ঘরে ধানবীজ পৌঁছে দিচ্ছি। গতকাল ইসলামপুর এলাকায় অগ্নিকাণ্ডে ৬ টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের দায়বদ্ধতা থেকে সাধ্যানুযায়ী চেষ্টা করছি তাদের পাশে দাড়ানোর। এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও শাড়ী, লুঙ্গি, ত্রিপল পৌঁছে দিয়েছি ৬ টি পরিবারের জন্য।