উখিয়ায় দুর্বৃত্তের হামলায় যুবলীগ নেতা মিজান আহত

শেয়ার

উখিয়ায় অতর্কিত দুর্বৃত্তের হামলায় উপজেলা যুবলীগের সদস্য মিজানুর রহমান নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। 

যুবলীগ নেতা মিজানের উপর হামলার ঘটনায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার উপস্বাস্থ্য কেন্দ্রের গেইটের সামনে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বুধবার বিকালে উপজেলা যুবলীগের সদস্য মিজানুর রহমান চা পানের সময় ৮/১০ জনের একদল সন্ত্রাসী অতর্কিত ভাবে দা, লাঠি, লোহার রড দিয়ে হামলা চালালে শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।

এসময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলা যুবলীগের সদস্য মিজানুর রহমানকে গালিগালাজ করে অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনায় রাতে ৮/১০ জনের বিরুদ্ধে উখিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আহত যুবলীগ নেতা মিজানুর রহমান জানান,বেলাল তার দলবল নিয়ে অতর্কিত ভাবে আমার উপর হামলা চালিয়েছে।তার সাথে আমার কোন বিরোধ নেই।আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে উখিয়া থানায় বেলালসহ অপরাপরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানান,যুবলীগ নেতা উপর হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি।তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist