মাদক মামলায় ২ জনের কারাদণ্ড

শেয়ার

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার এক মাদক মামলায় দুইজনকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৮ ফেব্রুয়ারি) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- লক্ষীপুর জেলার হারুন বাজার এলাকার আব্দুল খালেকের ছেলে মো. লোকমান (৪০) ও আজাদ নগর এলাকার আব্দুর মান্নানের ছেলে মো.হান্নান (৪৮)।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ১৩ মে রাত সাড়ে ১১টার দিকে নগরের দক্ষিণ পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকা থেকে মো.লোকমান ও মো.হান্নাকে আটক করে র‌্যাব-৭। এ সময় ৫ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তৎকালীন র‌্যাব-৭ এর ডিএডি এমজি রব্বানী বাদী হয়ে পতেঙ্গা থানায় মামলা করেন।২০২১ সালের ৩ ফেব্রুয়ারি আদালতে অভিযোগ গঠন করা হয়। আদালতে এ মামলায় ৮ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো.নোমান চৌধুরী বলেন, মাদকের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় মো.লোকমান ও মো.হান্নাকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist