চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার এক মাদক মামলায় দুইজনকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৮ ফেব্রুয়ারি) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- লক্ষীপুর জেলার হারুন বাজার এলাকার আব্দুল খালেকের ছেলে মো. লোকমান (৪০) ও আজাদ নগর এলাকার আব্দুর মান্নানের ছেলে মো.হান্নান (৪৮)।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ১৩ মে রাত সাড়ে ১১টার দিকে নগরের দক্ষিণ পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকা থেকে মো.লোকমান ও মো.হান্নাকে আটক করে র্যাব-৭। এ সময় ৫ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তৎকালীন র্যাব-৭ এর ডিএডি এমজি রব্বানী বাদী হয়ে পতেঙ্গা থানায় মামলা করেন।২০২১ সালের ৩ ফেব্রুয়ারি আদালতে অভিযোগ গঠন করা হয়। আদালতে এ মামলায় ৮ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো.নোমান চৌধুরী বলেন, মাদকের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় মো.লোকমান ও মো.হান্নাকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে।