প্রধানমন্ত্রীর যেকোন সিদ্ধান্ত দল মেনে নেবে: কাদের

শেয়ার

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি যে সিদ্ধান্ত নেবেন, সেটিই বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি কে হচ্ছে তা সম্পর্কে কিছু জানি না। আজকের সংসদীয় বৈঠকে এটা এজেন্ডা আকারে আসতে পারে। আজকে সবকিছু হয়ে যাবে এমন নয়। ১৯ তারিখ নির্বাচন, তার আগে এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে।’

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর মৎসভবন এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক কার্যক্রম পরিদর্শন করে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিন্তা-ভাবনা করছেন। তিনি যে সিদ্ধান্ত নেবেন, সেটি আমাদের দল মেনে নেবে। তার সিদ্ধান্তই চূড়ান্ত।

১১ ফেব্রুয়ারি বিএনপির ইউনিয়ন পর্যায়ে কর্মসূচির ঘিরে আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে তিনি বলেন, নির্বাচন পর্যন্ত প্রতিদিনই আমাদের কর্মসূচি আছে। জনগণের জানমাল রক্ষা করা আমাদের কর্তব্য। তাই সারাদেশে আগামী নির্বাচন পর্যন্ত সতর্ক পাহারায় থাকব।

সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনার আমলে সড়ক যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান। এখন অবকাঠামোগত উন্নয়ন ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে গুরুত্ব দেওয়া হবে। এ জন্য জনগণের সচেতনতা প্রয়োজন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist