চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়ন থেকে সম্প্রতি উদ্ধার হওয়া খাস জমি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মামুনুর রশীদ।
গত সপ্তাহে উদ্ধারকৃত ২৫ শতক জমিতে মিনি শিশু পার্ক, খেলার মাঠ ও কবরস্থান নির্মাণ করার কথা জানান তিনি।
ইউএনও আরো বলেন, গত বৃহস্পতিবার উদ্ধার হওয়া খাস জমিসহ প্রায় পাঁচ একর জমির উপর নির্মাণ করা হবে মিনি শিশু পার্ক, খেলার মাঠ ও কবরস্থান। চারপাশে করা হবে ওয়াকিংওয়ে যাতে বয়ষ্ক লোকজন সুস্বাস্থ্যের জন্য হাটাহাটি করতে পারেন।
এছাড়াও শিশু-কিশোরদের জন্য খেলার মাঠকে প্রয়োজনীয় সংস্কার করা হবে, ফলে মাদকের ব্যবহার, কিশোর গ্যাংসহ অন্যান্য সামাজিক অপরাধ প্রবণতা হ্রাস পাবে।
জানা যায়, কর্ণফুলী উপজেলায় বিনোদনের জন্য কোন পার্ক ও খেলার মাঠ নেই। উপজেলার পাঁচটি ইউনিয়নে এই রকম পার্ক ও খেলার মাঠ তৈরি হলে এলাকার চিত্ত বিনোদনের সুযোগ তৈরি হবে এবং অপরাধ কমবে।
উদ্ধারকৃত মোট পাঁচ একর জমির বাজার মূল্য হবে প্রায় ২০ কোটি টাকা। কর্ণফুলী উপজেলায় গত ২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযুষ কুমার চৌধুরী এর নেতৃত্বে খাস জমি অবৈধ দখলদার হতে উদ্ধার করা হয়েছে।
ওই জায়গায় মুরগীর খামার থাকলেও দীর্ঘ সময় ধরে কোন মুরগী পালন হয়নি।অবৈধভাবে অস্থায়ী স্থাপনা নির্মাণ করে উক্ত জায়গা দখলে রেখেছিলেন।