কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে ছেলের মারধরে পিতা খুন হয়েছে।
নিহত মোহাম্মদ আলম (৬২) ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পানেরছড়া বলীপাড়ার বাসিন্দা।
রোববার (২২ জানুয়ারি) রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা গেছে, মো: শহিদুল্লাহ (৩০) একজন মাদকাসক্ত। সে প্রতিদিনই মাদকদ্রব্য সেবন করে বাড়িতে এসে অকথ্য ভাষায় সবাইকে গালিগালাজ করে। রোববার যথারীতি বাড়িতে এসে গালমন্দ শুরু করলে তার পিতা আলম প্রতিবাদ করলে, আলমের উপর চড়াও হয় সে। এক পর্যায়ে কিল – ঘুষি ও লাথি মারে। এতে চরমভাবে আহত হন আলম। এরপর পরিবারের অন্যন্য সদস্য ও প্রতিবেশিরা গুরুতর আহত অবস্থায় তাকে চেইন্দা মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘাতক মোহাম্মদ শহিদুল্লাহ (৩০) এর বিরুদ্ধে মাদক ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় ইউপি সদস্য রাজামিয়া জানিয়েছেন উশৃংখল শহীদুল্লাহ্ বিভিন্ন সময় পরিবারের অন্যসদস্যের উপর ও মদখেয়ে গালমন্দ ও মারপিট করেছে। তার বেপরোয়া আচরণে এলাকাবাসী ও ক্ষুব্ধ।
বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ারুল হোসাইন।