তীব্র শীতে কাঁপছে দিল্লি, ফ্লাইট-ট্রেন বিলম্বিত

শেয়ার

তীব্র শীতে স্থবির হয়ে পড়েছে উত্তর ভারতের জনজীবন। রাজধানী দিল্লি, হরিয়ানা, রাজস্থান, পঞ্জাবসহ একাধিক অঞ্চলে রোজই নামছে পারদ। মানুষের ভোগান্তি বাড়ছে।

দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, মঙ্গলবার (১৭ জানুয়ারি) দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দিল্লিতে বেশ কয়েকটি ট্রেন ও ফ্লাইট বিলম্বিত হয়েছে বলে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে। অন্যদিকে তীব্র শীতে বাড়ছে শীতজনিত রোগ। হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে।

এর আগে সোমবার দিনের প্রথম দিকে রাজধানী দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে।

তবে আবহাওয়া অফিস বলছে, তাপমাত্রা নামতে থাকলেও বৃহস্পতিবারের পর থেকে কিছুটা কমতে পারে ঠাণ্ডার প্রকোপ।

এদিকে রাজস্থানের সিকার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে মাইনাস ৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। পঞ্জাবের ফরিদকোটে মাইনাস ১ ডিগ্রি। রাজস্থানের চুরুতে তাপমাত্রা পৌঁছেছে মাইনাস ২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া অফিস সূত্রের খবর, আগামী দু’দিন দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে।

গেলো মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা গড় তারপমাত্রা থেকে পাঁচ ডিগ্রি কম এবং চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ