চট্টগ্রাম আদালতের কোর্ট হিল সড়কে পুলিশের গাড়ির ধাক্কায় হেলাল উদ্দিন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৬ জানুয়ারি) বিকেল পৌনে ৪টায় আদালত সংলগ্ন রেজিস্ট্রি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলাল উদ্দিন চট্টগ্রাম আদালতে কর্মরত আইনজীবী মো. বেলাল উদ্দিনের ভাই।
নগর পুলিশের দক্ষিণ জোনের উপ-কমিশনার (ডিসি) মোস্তাফিজুর রহমান বলেন, বাকলিয়া থানার একটি গাড়ি আদালত থেকে নামার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে গাড়িটির ধাক্কায় একজন নিহত হন। এটি দুর্ঘটনা ছিল।