কর্ণফুলী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচ জনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে শাহ আমানত সেতু সংলগ্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী।
দণ্ডপ্রাপ্তরা হলেন— আবদুল বাকের ( ৪০), মো. সবুজ আকন (২৫), ছিরু মিয়া (৪৫), মো. মোশাররফ হোসেন (৩৪) এবং মো. আজম (৩০)। এদের বাড়ি চট্টগ্রামের বাইরে বলে জানা যায়।
প্রশাসন সূত্রে জানা যায়, কর্ণফুলী নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো একটি বালি খেকো চক্র। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৫ জনকে এক মাস কারাদণ্ড দেওয়া হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করা হয়।
ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন, অবৈধ বালু উত্তোলনের দায়ে পাঁচ জনকে আটক করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
তিনি আরও বলেন, কর্ণফুলীর জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।