বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

আদালত থেকে পালাল মাদক মামলার আসামি, ৭ পুলিশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম আদালতে পুলিশের হেফাজতে থাকা শামসুল হক বাচ্চু নামে মাদক মামলার এক আসামি পালিয়েছে। এ ঘটনায় ৭ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) আসাদুজ্জামানকে প্রধান করে গঠন করা হয়েছে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে এঘটনা ঘটলেও বিষয়টি জানা যায় রোববার ৮ জানুয়ারির দিবাগত রাতে। এঘটনার পরদিন শুক্রবার ৬ জানুয়ারি নগরের কোতোয়ালি থানায় সদর কোর্ট পরিদর্শক জাকের হোসাইন মাহমুদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। দণ্ডবিধি আইনের ২২৪ ধারায় দায়ের হওয়া ওই মামলায় শামসুল হক ওরফে বাচ্চুকে (৬০) একমাত্র আসামি করা হয়। ঘটনার পাঁচদিন পেরিয়ে গেলে এখনও ওই আসামির হদিস পায়নি পুলিশ।

জানা গেছে, আসামি শামসুলের গ্রামের বাড়ি কুমিল্লার কোতোয়ালি মডেল থানার কালীরবাজার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায়। তার বাবার নাম মৃত রহমত আলী। তার বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার (৪ জানুয়ারি) দুপুরে চন্দনাইশ থানার উত্তর গাছবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসায় চন্দনাইশ থানা পুলিশ। এ সময় একটি যাত্রীবাহী বাস থেকে এক হাজার পিস ইয়াবাসহ শামসুল হক বাচ্চুকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চন্দনাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। এই মামলায় গ্রেফতার দেখিয়ে বাচ্চুকে আদালতে প্রেরণ করা হয়। চন্দনাইশ থানা পুলিশ জিআরও শাখায় আসামি বাচ্চুকে বুঝিয়ে দেন। পরে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। আসামিকে হাজতে রাখার পর ওইদিন সন্ধ্যায় কারাগারে পাঠানোর জন্য হ্যান্ডকাফ লাগানো হয়। এরপর তাকে হাজতখানার সামনে সেরেস্তা টেবিলের পেছনে একটি বেঞ্চে বসতে দেওয়া হয়। কর্তব্যরত পুলিশ সদস্যরা আসামিদের কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়ার ফাঁকে বাচ্চু পালিয়ে যায়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, মাদক মামলার আসামি পালিয়ে যাওয়া ঘটনায় প্রাথমিকভাবে ৭ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার পরপরই চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) আসাদুজ্জামানকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে কোন ধরনের অবহেলা থাকলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও আসামিকে গ্রেফতার করতে অভিযান চলমান রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

গ্রামীণ ব্যাংকের প্রথম শাখা পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

গ্রামীণ ব্যাংকের প্রথম শাখা পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক...

পিতামাতা-পূর্বপুরুষদের কবর জিয়ারত করলেন ড. ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস  চট্টগ্রামের বাথুয়াতে পারিবারিক...

চকরিয়ায় র‍্যাবের অভিযানে আইসসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকা থেকে ৫৫৭...

“পৃথিবীর ভবিষ্যৎ নির্ধারণ করবে ছাত্রসমাজ”

“পৃথিবীর ভবিষ্যৎ আমাদের হাতেই। ছাত্রসমাজকেই নির্ধারণ করতে হবে আগামী...

সিএমপিতে বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে অনলাইন জিডি সেবা

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আওতাধীন সকল থানায় আগামীকাল বৃহস্পতিবার...

লংগদুতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

রাঙ্গামাটির লংগদু উপজেলায় বজ্রপাতে তানজিনা আক্তার (২০) নামে  এক...

আরও পড়ুন

গ্রামীণ ব্যাংকের প্রথম শাখা পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

গ্রামীণ ব্যাংকের প্রথম শাখা পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূস। বুধবার (১৪ মে) বিকেলে এই শাখাটি প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছাকাছি স্থাপিত হয় এবং...

পিতামাতা-পূর্বপুরুষদের কবর জিয়ারত করলেন ড. ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস  চট্টগ্রামের বাথুয়াতে পারিবারিক কবরস্থানে তার পিতামাতা ও পূর্বপুরুষদের কবর জিয়ারত এবং নামাজ আদায় করেছেন।প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল...

“পৃথিবীর ভবিষ্যৎ নির্ধারণ করবে ছাত্রসমাজ”

“পৃথিবীর ভবিষ্যৎ আমাদের হাতেই। ছাত্রসমাজকেই নির্ধারণ করতে হবে আগামী পৃথিবী কেমন হবে। গবেষণাকে হতে হবে মানবতার পক্ষে, মানুষের কল্যাণে—না হলে তা হবে গন্তব্যহীন।” এমন...

সিএমপিতে বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে অনলাইন জিডি সেবা

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আওতাধীন সকল থানায় আগামীকাল বৃহস্পতিবার (১৫ মে) থেকে চালু হচ্ছে পূর্ণাঙ্গ অনলাইন জিডি (জেনারেল ডায়েরি) সেবা। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি...