গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। নিবন্ধন নং – ৬০
Saturday, 27 April 2024

চমেকে ডায়ালাইসিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রোগীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে রোগী ও স্বজনরা।

আজ রোববার (৮ জানুয়ারি) সকালে চমেক হাসপাতালের ডায়ালাইসিস সেন্টারের সামনে এই কর্মসূচি পালন করে তারা।

রোগীরা বলেন, ৫৩৫ টাকার ডায়ালাইসিসের খরচ বেড়ে হয়েছে ২৯৭৫ টাকা। একইসাথে নানা অব্যবস্থাপনার অভিযোগও তুলেছে রোগীরা।

তবে হাসাপাতাল কর্তৃপক্ষ বলছেন ডায়ালাইসিসের বিষয়টি ভারতীয় প্রতিষ্ঠান ও মন্ত্রণালয়ের সাথে দ্বিপাক্ষিক চুক্তির আওতায়। তাই হাসপাতাল কর্তৃপক্ষ ডায়ালাইসিসের মূল্য নির্ধারণে আলাদা করে কোন সিদ্ধান্ত নিতে পারবে না।

একজন রোগী নাজিম উদ্দীন (৬৮) জানান, তিনি থাকেন কাপ্তাইয়ের চন্দ্রঘোনা এলাকায়। দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছেন। হটাৎ করে মূল্যবৃদ্ধির কারণে সামনের দিনে ডায়লাইসিস নিয়মিত করতে পারবেন কিনা তা নিয়ে তিনি শঙ্কায় আছেন।

রোগীরা বলেন, ৫৩৫ টাকার ডায়ালাইসিসের খরচ বেড়ে হয়েছে ২৯৭৫ টাকা। এমনিতেই ডায়ালাইসিস ফি জোগাড় করতে দিশেহারা। তারমধ্যে ফি বাড়ানো হয়েছে। এখন তো মারা যাওয়া ছাড়া আর কিছুই নেই। বিক্ষোভের একপর্যায়ে তারা ডায়ালাইসিসের রুমে তালা লাগিয়ে দেন।

তবে, চমেক হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম আহসান জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি অনুযায়ী ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডোর এই সেন্টারে তাদের কার্যক্রম দশ বছর চালিয়ে যাবে। ফলে ডায়লাইসিসের মূল্যবৃদ্ধি বা কমানোর বিষয়টি মন্ত্রণালয়কেই সিদ্ধান্ত নিতে হবে।

স্যান্ডোর ডায়ালাইসিস সেন্টারের ইনচার্জ ডা. হিমেল আচার্য জানান, চুক্তি অনুযায়ী প্রতি বছর বছর ফি বাবদ ৫ শতাংশ বৃদ্ধি পাবে, যার কারণে নতুন বছরের শুরুতে এসে ফি কিছুটা বেড়েছে।

উল্লেখ্য, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় বৃহত্তর চট্টগ্রামের কিডনি রোগীদের জন্য ২০১৭ সালের ৫ মার্চ ৩১টি মেশিন নিয়ে চমেক হাসপাতালের নিচ তলায় এই কিডনি ডায়ালাইসিস সেন্টারটি চালু করা হয়।

সর্বশেষ

বৈদেশিক মুদ্রাসহ শাহ আমানত বিমানবন্দরে যাত্রী আটক

আরব আমিরাতের ৯০ হাজার দিরহামসহ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে...

দেশ ও জনগণের জন্য কাজ করতে নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশ ও জনগণের উন্নয়নে কাজ...

এসটিপি ছাড়া নতুন বিল্ডিং করার অনুমোদন নয়: গণপূর্ত মন্ত্রী

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন,...

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য...

“সাম্প্রদায়িকতা ও শ্রেণি-বৈষম্যের বিরুদ্ধে জেগে ওঠো বাংলাদেশ”

‘সাম্প্রদায়িকতা ও শ্রেণি-বৈষম্যের বিরুদ্ধে জেগে ওঠো বাংলাদেশ’ এই স্লোগান...

মিরসরাইয়ে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ 

মিরসরাই উপজেলায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার...

আরও পড়ুন

বৈদেশিক মুদ্রাসহ শাহ আমানত বিমানবন্দরে যাত্রী আটক

আরব আমিরাতের ৯০ হাজার দিরহামসহ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহগামী এক যাত্রীকে আটক করেছে এনএসআই ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। উদ্ধার মুদ্রা ২৩ হাজার ৬৮৪...

“সাম্প্রদায়িকতা ও শ্রেণি-বৈষম্যের বিরুদ্ধে জেগে ওঠো বাংলাদেশ”

‘সাম্প্রদায়িকতা ও শ্রেণি-বৈষম্যের বিরুদ্ধে জেগে ওঠো বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে শুক্রবার সকালে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে শুরু হলো তিন দিনব্যাপী চতুর্থ জাতীয় গণসঙ্গীত উৎসব।শুক্রবার...

দূষিত বরফের শরবতে প্রাণ জুড়াচ্ছেন শিশুরা

তীব্র তাপপ্রবাহে পুড়ছে চট্টগ্রামসহ সারাদেশ।তার মধ্যে তিনদিনব্যাপী ঐতিহাসিক জব্বারের বলীখেলাকে ঘিরে আয়োজিত বৈশাখী মেলায় যেন তিল ধারণের ঠাঁই নেই। কাঠফাটা রোদ আর অসহ্য গরম...

বহদ্দারহাটে নবজাতকের লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাটে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২৬ এপ্রিল) দুপুর ৩ টায় বহদ্দারহাট এলাকায় রাস্তার আইল্যন্ড থেকে নবজাতকের লাশটি...