চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১৮২ জনের ফলাফলে এসেছে পরিবর্তন। পরিবর্তিত ফলাফল অনুসারে ১৮২ পরীক্ষার্থীর মধ্যে ৪৫ জন পরীক্ষার্থী ফেল থেকে পাস করেছেন আর বাকী ২৪ জন পেয়েছে জিপিএ-৫।
শনিবার ২৪ ডিসেম্বর ২২ ইং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে এ পুনঃনিরীক্ষণ আবেদনের ফলাফল প্রকাশ করা হয়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য ১০ হাজার ৮৮৯ জন ছাত্রী ও ৭ হাজার ৭৭৫ জন ছাত্রের করা আবেদনের প্রেক্ষিতে মোট ২৮ হাজার ৬০৭টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করা হয়। এর মধ্যে ৪৯৮ টি উত্তরপত্রের নম্বর পরিবর্তন হয় যার মধ্যে ১৮২ জনের ফলাফল পরিবর্তন হয়। উত্তরপত্রের নম্বর পরিবর্তন হলেও ৫৬ জনের ফলাফল পরিবর্তন হয়নি এবং ৬ জন পাস করেননি।
এ বিষয়ে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ জানান, উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদনের পরিপ্রেক্ষিতে ৪৯৮টি উত্তরপত্র পরিবর্তন হয়েছে। এতে ১৮২ জন পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে।
উল্লেখ্য, এবারের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৪৮ হাজার ৫৪০ জন শিক্ষার্থী অংশ নিলেও ১ লাখ ৩০ হাজার ১৩ জন পান করে যার মধ্যে ১৮ হাজার ৬৬৪ জন জিপিএ-৫ পেয়েছে ।