অবশেষে হাইকোর্টের নির্দেশে খুলে দেওয়া হলো অন্যতম চিকিৎসা প্রতিষ্ঠান জমজম হাসপাতাল।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকাল ২ টার সময় মহামান্য হাইকোর্টের নির্দেশে খুলে দেওয়া হয়েছে চকরিয়ার জমজম হাসপাতাল (প্রা:) লিমিটেড।
নির্দেশনার দেওয়ার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নিয়মিত ডাক্তার দিয়ে রোগী দেখা শুরু করেছেন। এছাড়াও হাসপাতালের ফার্মেসী, প্যাথলজি, সিটি স্ক্যান, ডায়ালাইসিস, আল্ট্রাসনোগ্রাফি, এন্ড্রোসকপি, ফিজিওথেরাপি এবং ইমারজেন্সিসহ সকল বিভাগ খুলে দেয়া হয়েছে। আগত সকল রোগী দিবা-রাত্রি ২৪ ঘন্টা অপারেশনসহ সকল ধরনের সেবা গ্রহণ করতে পারবেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।
চকরিয়া জমজম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম কাদের বলেন, আজ উচ্চ আদালতের রায়ের পর বিকাল ২ টার সময় চকরিয়া জমজম হাসপাতালের কার্যক্রম শুরু করি।তিনি আরো বলেন, চকরিয়া জমজম হাসপাতাল হচ্ছে রোগীদের অন্য চিকিৎসা সেবা প্রতিষ্ঠান। একজন ডাক্তারের সমস্যার কারণে পুরো চিকিৎসা সেবা ব্যাহত পারে না।এছাড়া তিনি চকরিয়া জমজম হাসপাতালের সার্বিক উন্নয়নের জন্য সাংবাদিক সমাজের সহযোগিতা কামনা করেন।
এদিকে চকরিয়া জমজম হাসপাতাল খুলে দেওয়া পর পর রোগিরা চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে ভিড় জমান।