দেশের বহুল প্রতীক্ষিত প্রথম এলিভেটেড মেট্রোরেলের (উত্তরা-আগারগাঁও অংশ) ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রণালয়ের মাধ্যমে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাঠিয়েছে ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
চলাচলের জন্য ১২টি ট্রেন প্রস্তুত করা হলেও ১০টিতে সরাসরি যাত্রী পরিবহন করা হবে। বাকি দু’টি যেকোনো সময়ে চলাচলের জন্য ডিপোতে প্রস্তুত থাকবে।
সোমবার (১২ ডিসেম্বর) রাজধানীর উত্তরা দিয়াবাড়ী এলাকায় মেট্রোরেল এক্সিবিশন ইনফরমেশন সেন্টারে ব্রিফিংকালে সাংবাদিকদের এ কথা বলেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক।
তিনি বলেন, “উদ্বোধনের তারিখ ঠিক করতে এখনও সরকারের অনুমতি পাওয়া যায়নি। তবে যেকোনো দিন তারিখের ঘোষণা আসতে পারে। দিনক্ষণ চূড়ান্ত হলে সবাইকে জানিয়ে দেওয়া হবে।”এ বিসয়ে ডিএমটিসিএলের এমডি এম এ এন ছিদ্দিক বলেন, “ডিসেম্বর মাসে উদ্বোধনের প্রস্তাব পাঠানো হয়েছে। সেটি মাথায় রেখেই যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে উদ্বোধনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে মেট্রোরেল।”
তিনি আরও বলেন, “মেট্রোরেলের সবশেষ কাজ হচ্ছে ‘সিস্টেম ইন্টিগ্রেশন’। এটির কাজও ইতোমধ্যে শেষ হয়েছে। এছাড়া ‘সিস্টেম ট্রায়াল’ বা ‘সার্ভিস ট্রায়ালের’ কাজ চলছে। আশাকরি কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। এটি হলেই আমরা ব্ল্যাঙ্ক অপারেশন করবো।”
এম এ এন ছিদ্দিক জানান, চলাচলের জন্য ১২টি ট্রেন প্রস্তুত করা হলেও ১০টিতে সরাসরি যাত্রী পরিবহন করা হবে। বাকি দু’টি যেকোনো সময়ে চলাচলের জন্য ডিপোতে প্রস্তুত থাকবে। ট্রেন দু’টি পরিচালনার কর্মকর্তারাও প্রস্তুত থাকবেন। যাত্রীদের যাতে কোনো সমস্যা না হয়, সেদিকটি মাথা রেখে সব সময় ব্যাকআপ রাখতে হয়।
জানা গেছে, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দীর্ঘ ২০.১০ কিলোমিটার মেট্রোরেল নির্মাণের কাজ চলমান। এর মধ্যে উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন করা হবে ডিসেম্বরের শেষের দিকে। এই রুট চালু হওয়ার পর আগারগাঁও থেকে যাত্রী পরিবহনে মেট্রোস্টেশন এলাকায় বিআরটিসির ডিপো তৈরির কাজ চলছে। যাত্রীদের চাপ সামাল দেবে বিআরটিসির বাস সার্ভিস।