চট্টগ্রামের বন্দর থানাধীন ধুমপাড়া এলাকায় অভিযান চালিয়ে এককেজি গাঁজাসহ মো. সুমন শেখ মানিক (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টায় সাগরপাড়ের বেড়িবাঁধ সংলগ্ন রাসেল কলোনির ইউনুছ জমিদারের ভাড়া ঘর থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সুমন শেখ যশোর জেলার জয়রাবাদ উপজেলার চন্দনপুর গ্রামের ইলিয়াস শেখের ছেলে।
বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) কিশোর মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাসেল কলোনির ইউনুছ জমিদারের ভাড়াঘরের ড্রয়ার থেকে এককেজি গাঁজা ও গাঁজা বিক্রির ১৯ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা। গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে দুটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।