সমগ্র বাংলাদেশে বদলি করা হয়েছে বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৬২ কর্মকর্তাকে। বদলীর সুবাদে দেশের বিভিন্ন স্থান থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) তে নতুন যোগ দিচ্ছেন ৬ উপ-পুলিশ কমিশনার। একই সাথে সিএমপি থেকে অপরাধ তদন্ত বিভাগে একজন অতি উপ-পুলিশ কমিশনারকেও বদলি করা হয়েছে ।
মঙ্গলবার ৮ নভেম্বর ২২ ইং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ থেকে জারিকৃত রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ।
নতুন বদলী আদেশের কারণে কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে হোসাইন মোহাম্মদ কবির ভুইয়া, ৭ম আর্মড পুলিশ ব্যাটালিয়ন থেকে মোহাম্মদ মাহবুব আলম খান উপ-পুলিশ কমিশনার, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে নিষ্কৃতি চাকমা, পুলিশ অধিদপ্তর থেকে মোহাম্মদ লিয়াকত আলী খান, গোপালগঞ্জ থেকে নিহাদ আদনান তাইয়ান, ডিএমপি থেকে মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ সিএমপি তে যোগদান করছেন।একই সাথে অপরাধ তদন্ত বিভাগের বিশেষ পুলিশ সুপার হয়ে চট্টগ্রাম ছাড়ছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ছাত্রধর ত্রিপুরা।
বদলী আদেশে মোহাম্মদ বিল্লাল হোসেনকে রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্স থেকে রাঙ্গামাটি ট্যুরিস্ট পুলিশে , পুলিশ অধিদপ্তরের এআইজি মুহাম্মদ মহিউদ্দিন ফারুকীকে রাঙ্গামাটির বেতবুনিয়ায়, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসাকে ৯ ম আর্মড ব্যাটালিয়নে সংযুক্ত করা হয়েছে।