‘উপাচার্য শিরীণ আখতার আইনের প্রতি শ্রদ্ধাশীল নন, পুরো কর্তৃপক্ষ দুর্নীতিতে জড়িত’ গণমাধ্যমে এমন বক্তব্যের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ হতে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে (শোকজ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হেলাল উদ্দিন নিজামীকে।
মঙ্গলবার ৮ নভেম্বর ২২ ইং বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান জানান, ‘ঢালাওভাবে প্রমাণ ছাড়া এ ধরনের মন্তব্য ভিত্তিহীন। এ মন্তব্যর যথাযথ প্রমাণ ও ব্যাখ্যা চাওয়া হয়েছে।’
শোকজ চিঠিতে বলা হয়, ‘গণমাধ্যমের একটি খবরে আপনাকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতার আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়। পুরো কর্তৃপক্ষ দুর্নীতিতে জড়িত। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সবকিছুতেই অনিয়ম হচ্ছে।’
প্রমাণ ছাড়া ঢালাওভাবে এ ধরনের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে৷ এটি উপাচার্যের মানহানির শামিল। আগামী তিন কর্মদিবসের মধ্যে আপনার এ ধরনের বক্তব্যের প্রমাণসহ ব্যাখ্যা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে৷
শোকজের বিষয়ে হেলাল উদ্দিন নিজামী জানান, আমি চিঠির উত্তর তৈরি করছি। এ বিষয়ে পরে মন্তব্য করবো।