গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ জানুয়ারি ২৩ ইং পর্যন্ত মুলতবি করেছেন আদালত।
রবিবার ১৬ অক্টোবর ২২ ইং বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফের পক্ষে তার আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদের শুনানি মুলতবি চেয়ে আবেদনের প্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ-৩ ভারপ্রাপ্ত বিচারক শেখ নাজমুল আলম এর আদালত এ আদেশ প্রদান করেন। আদালত পরবর্তী শুনানির জন্য ২৯ জানুয়ারি দিন ধার্য করেন।
উল্লেখ্য, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী বাদী হয়ে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। ২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।১৭ জুলাই ২২ ইং রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি শেষ হয়।